Voice কাকে বলে ? কত প্রকার ও কি কি ? উদাহরণ সহ ব্যাখ্যা করো

Voice কাকে বলে ? কত প্রকার ও কি কি ? উদাহরণ সহ ব্যাখ্যা করো । Rules of Voice Change and types of Voice Change with examples । Active Voice - Passive Voice



           VOICE (বাচ্য)

Voice Change:-

Voice হল ক্রিয়ার ভাব প্রকাশের অঙ্গভঙ্গি।

• একটু বিস্তারিত করে বললে, তোমাদের বুঝতে সুবিধা হয়।

I love my father. - আমি আমার বাবাকে ভালোবাসি।

My father is loved by me. - আমার দ্বারা আমার বাবাকে ভালোবাসা হয়।

ওপরের বাক্য দুটির অর্থ এক। কিন্তু তাদের আকার ভিন্ন ধরনের। একই অর্থ বা কাজ প্রকাশনের জন্য ক্রিয়ার এই যে ভিন্ন ভিন্ন আকার, একেই ইংরেজীতে বলা হয় Voice, এবং বাংলায় বলে বাচ্য।

শ্রেণীবিভাগ:-

Voice প্রধানতঃ তিন প্রকারের।
A. Active Voice (কর্তৃবাচ্য)
B. Passive Voice (কর্মবাচ্য)
C. Quassi-Passive Voice (কর্ম-কর্তৃবাচ্য)


A. Active Voice (কর্তৃবাচ্য):-

যখন কোনও বাক্যে ক্রিয়ার ঠিক আগে কর্তাকে বসিয়ে এবং তারপরে কর্ম বা Object বসিয়ে কর্তার কাজটি পরিষ্কার করে বোঝানো হয় তখন ক্রিয়াটির Active Voice হয়।

যেমন:-

I love my father.

ওপরের বাক্যটিতে ‘love’-এই ক্রিয়ার আগে কর্তা ‘I’ বসেছে এবং তার পরে বসেছে Object (my father) । এখন পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে কর্তা ‘love’ ক্রিয়াটি সম্পন্ন করছে । এবং তার Object হল ‘my father’।

B. Passive Voice (কর্মবাচ্য):-

যখন কোন বাক্যে কর্তার জায়গায় কর্মকে বসিয়ে বাক্যটি রচনা করা হয়, তখন বাক্যটির ক্রিয়ার Passive Voice হয়।

যেমন:- 

I love my father. (Active Voice)

My father is loved by me. (Passive Voice)

ওপরের বাক্যটিতে ‘My father’- কর্মটি ‘I’-কর্তার জায়গায় বসিয়ে বাক্যটি লেখা হয়েছে ।

C. Quassi-Passive Voice (কর্ম-কর্তৃবাচ্য):-

A ripe mango testes sweet. - পাকা আম খেতে মিষ্টি ।

এই বাক্যটির ক্রিয়া Active Voice-এ থাকলেও বাক্যটির অর্থ Passive Voice এ রয়েছে । ‘পাকা আম’ বাক্যের কর্তা হলেও নিজে কোনও কাজ করছে না। কোনও ব্যাক্তি আমটির স্বাদ নিলে তবেই এটির গুণাগুণ বোঝা যায়। সুতরাং বলা যায় আমটি Grammar অনুযায়ী বাক্যের কর্তা হয়েও অর্থের দিক থেকে কর্ম হিসেবে বাক্যে থেকে যাচ্ছে। অর্থাৎ আমটির মধ্যে কর্তা ও কর্ম দুটি ভাবিই রয়েছে। ক্রিয়ার এই ধরনের ব্যবহারকে Quassi-Passive Voice বলা হয়। বাংলায় বলে কর্মকর্তৃবাচ্য।

• মনে রাখবার কথা:-

• Active Voice এ কর্তারই গুরুত্ব বেশি ।
• Passive Voice এর সময় বাক্যের কাজের ওপর জোর পড়ে এবং যে কাজটি করে তার গুরুত্ব কমে যায় ।

• Voice Change সাধারণ তিনটি বাক্যের ক্ষেত্রে হয়-

1. Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য)
2. Imperative Sentence (আদেশ, উপদেশ, অনুরোধ মূলক বাক্য)

3. Interrogative Sentence (প্রশ্নসূচক বাক্য)



1. Voice Change of Assertive Sentence:-

এই বাক্যের Voice Change Tense অনুযায়ী হয়।

        Present Tense:-


Present Indefinite Tense:-

গঠন:-

S + V¹(s/es) + Object (Active Voice)


Object + (am/is/are) + v.p.p + by+ S (Passive Voice)


• Present Indefinite Tense-এ Active Voice থেকে Passive Voice-এ করার জন্য 
প্রথমে বাক্যের Object কর্তা হয়ে বসবে। 

এরপর Object অনুযায়ী am, is, are বসে।

এরপর মূল Verb এর Past Perticiple form ব্যবহার করতে হয়।

সবশেষে ‘by’ Preposition টি লিখে বাক্যের কর্তাটিকে Object করে বসাতে হয়। অর্থাৎ He থাকলে him ।

কিন্তু কোনও ব্যক্তি বা প্রাণীর নাম থাকলে তাদের কোনও পরিবর্তন হয় না। যেমন- রবি, তাজিম, অভিজিৎ, রনি, বিড়াল, কুকুর, ইত্যাদি।

উদাহরণ:-

i. I see pictures. ( Active Voice)

Ans:- Pictures are seen by me. (Passive Voice)

ii. Rabi reads the book . ( Active Voice)

Ans:- The book is read by Rabi. ( Passive Voice)

• মনে রাখবার কথা:-

‘know’ verb এর ক্ষেত্রে ‘by’ এর পরিবর্তে ‘to’ ব্যবহৃত হয়।

যেমন:-

Rohan knows you (Active Voice)

Ans:- You are known to Rohan. (Passive Voice)


Present Continuous Tense:-

গঠন:-

Subject + am/is/are + V¹ ing + O (Active Voice)

O + am/is/are + being + v p.p + by + s (Passive Voice)

Present Continuous Tense-এ Active Voice থেকে Passive Voice-এ করার জন্য

প্রথমে বাক্যের Object-টি Subject (কর্তা) হয়ে প্রথমে বসবে।

এরপর Object অনুযায়ী am, is, are বসবে।

এরপর বসবে being ।
এরপর মূল Verb এর Past Perticiple form বসবে।

সবশেষে ‘by’ Preposition টি লিখে বাক্যের কর্তাটিকে Object করে বসাতে হয়।

উদাহরণ:-

i.  I am drinking water. ( Active Voice)

Ans:- Water is being drunk by me. ( Passive Voice)

ii. The boy is catching a fish. ( Active Voice)

Ans:- A fish is being caught by the boy. ( Passive Voice)


Present Perfect Tense:-

গঠন:-

Subject + have/has + Verb (Past Participle) + O (Active Voice)

O + have/has ( been) + v.p.p + by + Subject (Passive Voice)

Present Perfect Tense-এ Active Voice থেকে Passive Voice-এ করার জন্য 
প্রথমে বাক্যের Object-টি কর্তা(Subject) হয়ে বসবে। 

এরপর Object অনুযায়ী has been বা have been বসবে।

এরপর মূল Verb এর Past Perticiple form বসবে।

সবশেষে ‘by’ Preposition টি লিখে বাক্যের কর্তাটিকে Object করে বসাতে হবে।

উদাহরণ:-

Rohit has seen a bird. (Active Voice)

Ans:- A bird has been seen by Rohit. (Passive Voice)


         
            Past Tense

Past Indefinite:-

গঠন:-

Subject + V² (Past form) + O (Active Voice)

O + was/were + v.p.p + S (passive Voice)

Past Indefinite Tense-এ Active Voice থেকে Passive Voice-এ করার জন্য
প্রথমে বাক্যের Object-টি Subject (কর্তা) হয়ে প্রথমে বসবে।

এরপর Object অনুযায়ী  was, were বসবে।

এরপর মূল Verb এর Past Perticiple form ব্যবহার করতে হবে।

এরপর ‘by’ Preposition টি লিখে বাক্যের কর্তাটিকে Object করে বসাতে হবে।

উদাহরণ:-

I ate rice. (Active Voice)

Ans:- Rice was eaten by me. (Passive Voice)


Past Continuous Tense:-

গঠন:-

S + was/were + v¹ ing + O (Active Voice)

O + was/were + being + v.p.p + by + S (Passive Voice)

Past Continuous Tense-এ Active Voice থেকে Passive Voice-এ করার জন্য
প্রথমে বাক্যের Object-টি Subject (কর্তা) হয়ে প্রথমে বসবে।

এরপর Object অনুযায়ী was, were বসবে।

এরপর বসবে being ।

এরপর মূল Verb এর Past Perticiple form বসবে।

সবশেষে ‘by’ Preposition টি লিখে বাক্যের কর্তাটিকে Object করে বসাতে হয়।

উদাহরণ:-

I was drinking water. (Active Voice)

Water was being drunk by me. (Passive Voice)



Past Perfect Tense:-

গঠন:-

S + had + v(p.p) + O + before + subject + v² (Active Voice)

O + had been + v.p.p + by + S + before + S + v² (Passive Voice)

Past Perfect Tense-এ Active Voice থেকে Passive Voice-এ করার জন্য
প্রথমে বাক্যের Object-টি Subject (কর্তা) হয়ে প্রথমে বসবে।

এরপর had been লিখতে হবে।

তারপর মূল Verb এর Past Perticiple form বসবে।

তারপর ‘by’ Preposition টি লিখে বাক্যের কর্তাটিকে Object করে বসাতে হয়।

বাক্যের যে অংশটি Past Indefinite এ রয়েছে সেটি এরপর বসবে।

উদাহরণ:-

I had written the letter before he came. (Active Voice)

Ans:- The letter had been written by me before he came. (Passive Voice)



Future Indefinite Tense:-

গঠন:-
S +shall / will + V¹ + O (Active Voice)

O + shall be / will be + v p.p + by + S (Passive Voice)

Future Indefinite Tense-এ Active Voice থেকে Passive Voice-এ করার জন্য
প্রথমে বাক্যের Object-টি Subject (কর্তা) হয়ে প্রথমে বসবে।

এরপর Object অনুযায়ী shall be, will be বসবে।

তারপর মূল Verb এর Past Perticiple form বসবে।

তারপর ‘by’ Preposition টি লিখে বাক্যের কর্তাটিকে Object করে বসাতে হয়।

উদাহরণ:-

I shall help your father. (Active Voice)

Your father will be helped by me. (Passive Voice)


Future Continuous Tense:-

বর্তমানে Future Continuous Tense এর Passive Voice এর রীতি অপ্রচলিত।


Future Perfect Tense:-

গঠন:-
S + shall have / will have + v(p.p) + O + (Active Voice)

O + shall have been/will have been + v.p.p + by + S (Passive Voice)

অর্থাৎ, Future Perfect Continuous Tense-এ Active Voice থেকে Passive Voice-এ করার জন্য
প্রথমে বাক্যের Object-টি Subject (কর্তা) হয়ে প্রথমে বসবে।

এরপর Object অনুযায়ী shall have been, will have been বসবে।

তারপর মূল Verb এর Past Perticiple form বসবে।

এরপর ‘by’ Preposition টি লিখে বাক্যের কর্তাটিকে Object করে বসাতে হয়।

উদাহরণ:-

Suvashis will have read the novel by this time. (Active Voice)

Ans:- The novel will have been read by Suvashis by this time. (Passive Voice)


মনে রাখবার কথা:-
ইদানিং অর্থাৎ, বর্তমানে Perfect Continuous Tense-এর Verb গুলির Passive form অপ্রচলিত।


মনে রাখবার কথা:-

Tense ছাড়াও বিশেষ কয়েকটি ধরনের বাক্যে Active Voice - Passive Voice করা যায়। 

গঠন:-

প্রথমে বাক্যের Object-টি Subject (কর্তা) হয়ে প্রথমে বসবে।

এরপর বাক্যে ব্যবহৃত can / may / might / must / should / would বসবে।

তারপর ‘be’ Verb বসবে।

তারপর মূল Verb এর Past Perticiple form বসবে।

এরপর ‘by’ Preposition টি লিখে বাক্যের কর্তাটিকে Object করে বসাতে হয়।

উদাহরণ:-

i. I can do this work. (Active Voice)

Ans:- This work can be done by me. (Passive Voice)

ii. You may help your father. (Active Voice)

Ans:- Your father may be helped by you. (Passive Voice)

iii. You should read this book. (Active Voice)

Ans:- This book should be read by you. (Passive Voice)

iv. They would draw pictures there hour after hour. (Active Voice)

Ans:- Pictures would be drawn there by them hour after hour. (Passive Voice)

v. We must do our duty. (Active Voice)

Ans:- Our duty must be done by us. (Passive Voice)

vi. You might take this pen. (Active Voice)

Ans:- The pen might be taken by you. (Passive Voice)



2. Imperative Sentence (আদেশ, উপদেশ, অনুরোধ মূলক বাক্য):-


A.  Verb
B.  V + C (Verb + Complement)
C.  Please + v + o/c 
থাকলে
You are requested to + v + c হয়।


উদাহরণ:-

i. Go (Active Voice)

Ans:- You are requested to go. (Passive Voice)

ii. Go home (Active Voice)

Ans:- You are requested to go home. (Passive Voice)

iii. Please open the door. (Active Voice)

Ans:- You are requested to open the door. (Passive Voice)


D. V + O
Let + o + be + v.p.p

উদাহরণ:-

i. Open the door. (Active Voice)

Ans:- Let the door be opened. (Passive Voice)

ii. Close the window. (Active Voice)

Ans:- Let the window be closed. (Passive Voice)



E. V + O (উচিৎ অর্থে):-
O + should be + v.p.p

উদাহরণ:-
Obey your parents. (Active Voice)

Ans:- Your parents should be obeyed. (Passive Voice)



F. Do not + v/c

You are requested + not to + v/c


উদাহরণ:-

Do not smoke. (Active Voice)

Ans:- You are requested not to smoke. (Passive Voice)


G. Do not + v + o
O + should not be + v.p.p (উচিৎ অর্থে) 

উদাহরণ:-
Do not hate the poor. (Active Voice)

Ans:- The poor should not be hated. (Passive Voice)



H.  Let + o + v + o
Let + o + be + v p.p + by + o

উদাহরণ:-
Let me tell a story. (Active Voice)

Ans:- Let a story be told by me. (Passive Voice)



3. Voice Change of Interrogative Sentence (প্রশ্নসূচক বাক্য):-


Interrogative sentence-এ active voice কে passive voice এ Change করার 
নিয়ম 1:-
প্রথমে Interrogative sentence কে Assertive sentence এ change করে নিতে হবে 

এরপর change করা Assertive sentence-কে active voice থেকে passive voice এ change করতে হবে

তারপর change করা passive voice এর auxiliary verb টিকে প্রথমে বসাতে হবে 

 এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে Tense অনুসারে করতে হবে।

উদাহরণ:-

Active: Have you helped him?
Assertive: You have helped him.
Assertive এর passive: He has been helped by you.
Passive এ change: Has he been helped by you?

তাহলে আসল উত্তরটি হল:- 
Has he been helped by you?

* Dear students আশা করি সবাই, বুঝতে পেরেছ।


• নিয়ম 2:-

Do /Does + s + v + o ? (Active Voice)

Am, Is, Are + o + v.p.p + by + s ? (Passive Voice)

উদাহরণ:-

i. Do you take tea? (Active Voice)

Ans:- Is tea taken by you? (Passive Voice)

ii. Does Ashik sing songs? (Active Voice)

Ans:- Are songs sung by Ashik? (Passive Voice)

• নিয়ম 3.

Did + s + v + o ? (Active Voice)

Was /Were + o + v.p.p + by + s ? (Passive Voice)

উদাহরণ:-
i. Did they play football ? ( Active Voice)

Was football played by them ? (Passive Voice)

•নিয়ম 4.

‘Who’ দিয়ে Voice Change করার সময়, who এর জায়গায় By whom বসাতে হয়। আর বাকি সব আগের মতই Interrogative Sentence এর Passive form করার মতোই করতে হবে।

উদাহরণ:-

i. Who did this work ? (Active Voice)

Ans:- By whom was this work done ? (Passive Voice)

ii. Who called you a liar ? (Active Voice)

Ans:- By whom were you called a liar ? (Passive Voice)


• নিয়ম 5.
‘Wh’ word বা ‘How’ দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠিত হলে, সেই sentence Passive form এ প্রথমে ‘Wh’ শব্দটিকে বা ‘How’ কে বসাতে হবে। বাকি সব আগের নিয়ম মতই হবে।

উদাহরণ:-

i. What does he want ?(Active Voice)

Ans:- What is wanted by him. (Passive Voice)

ii. How did he close the window. (Active Voice)

Ans:- How was the window opened by him. (Passive Voice)



• Dear Students, আশা করি তোমাদের এই Voice Change এর নিয়মের post টি ভালো লাগবে, যদি তোমাদের এই post টি ভালো লেগে থাকে, তাহলে তোমাদের সমস্ত Friends দের Share করো, যাতে তারাও পড়ার সুযোগ পাই।

Thanks for coming this site..






Practice Set of Active and Passive Voice with Answers




Post a Comment

0 Comments