নবম শ্রেণীর ইলিয়াস গল্পের বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর [MCQ]

নবম শ্রেণীর ইলিয়াস গল্পের বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর [MCQ]। MCQ questions of Ilyas story in class 9

১. ইলিয়াস গল্পটির রচয়িতা হলেন- 

ক. শেক্সপিয়ার
খ. ও'হেনরি
গ. বার্নার্ড শ
ঘ. লিও তলস্তয়

Ans:- ঘ. লিও তলস্তয়

২. ইলিয়াস গল্পটি তরজমা করেছেন-

ক. লিও তলস্তয়
খ. মণীন্দ্র দত্ত
গ. মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. সুধীর দাস

Ans:- খ. মণীন্দ্র দত্ত

৩. ইলিয়াস বসবাস করত-

ক. উফা প্রদেশে
খ. বাংলাদেশে
গ. উত্তরপ্রদেশে
ঘ. জার্মানিতে

Ans:- ক. উফা প্রদেশে

৪. ইলিয়াসের বিয়ের কত বছর পর তাঁর বাবা মারা যান?

ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. পাঁচ

Ans:- ক. এক বছর

৫. ‘এই তার যা কিছু বিষয় সম্পত্তি’- সেগুলি হল-

ক. সাতটা ঘোটকী, দুটো গরু, কুড়িটা ভেড়া
খ. পাঁচটা ঘোটকী, সাতটা গরু, দশটা ভেড়া
গ. আটটা ঘোটকী, পাঁচটা গরু
ঘ. দশটা ঘোটকী, দশটা ভেড়া, দশটা গরু

Ans:- ক. সাতটা ঘোটকী, দুটো গরু, কুড়িটা ভেড়া

৬. কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল?

ক. ৩০ বছর
খ. ৩৫ বছর
গ. ৪০ বছর
ঘ. ৫০ বছর

Ans:- খ. ৩৫ বছর

৭. ইলিয়াসের ভাড়াটে মজুরনিরা যে কাজগুলি করত-

ক. দুধ দোয়া,মাখন বানানো
খ. দুধ দোয়া, কুমিস বানানো
গ. দুধ দোয়া এবং কুমিস,  মাখন ও পনির বানানো
ঘ. দুধ দোয়া, পনির বানানো

Ans:- গ. দুধ দোয়া এবং কুমিস,মাখন ও পনির বানানো

৮. ইলিয়াসের বড়ো ছেলে মারা গিয়েছিল-

ক. দুর্ভিক্ষে
খ. মড়কে
গ. জ্বরে
ঘ. মারামারিতে

Ans:- ঘ. মারামারিতে

৯. ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল-

ক. হার্মাদরা
খ. তাতাররা
গ. কিরবিজরা
ঘ. পাঠানরা

Ans:- গ. কিরবিজরা

১০. ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল?

ক. ৭০ বছর বয়সে
খ. ৮০ বছর বয়সে
গ. ৪০ বছর বয়সে
ঘ. ৯০ বছর বয়সে

Ans:- ক. ৭০ বছর বয়সে

১১. ইলিয়াস ছিল একজন-

ক. মোল্লা
খ. বাসকির
গ. উকিল
ঘ. ডাক্তার

Ans:- খ. বাসকির

১২. ইলিয়াসের বাবা মারা যাওয়ার পরে ইলিয়াস ছিল-

ক. দরিদ্র
খ. ধনী
গ. খুব ধনী
ঘ. না ধনী না দরিদ্র

Ans:- ঘ. না ধনী না দরিদ্র

১৩. ‘ইলিয়াসের তখন খুব বোলবোলাও’ ‘বোলবোলাও’ শব্দের অর্থ-

ক. হাঁকডাক
খ. দুর্নাম
গ. দুরবস্থা
ঘ. সংকট

Ans:- ক. হাঁকডাক

১৪. ইলিয়াসের সুদিনে বাড়িতে বেশি সংখ্যক অতিথি এলে কি মারা হত?

ক. ভেড়া
খ. গোরু
গ. মোষ
ঘ. ঘোটকী

Ans:- ঘ. ঘোটকী

১৫. ইলিয়াসের সন্তান বলতে ছিল-

ক. দুই ছেলে, দুই মেয়ে
খ. দুই ছেলে, এক মেয়ে
গ. তিন ছেলে, তিন মেয়ে
ঘ. দুই মেয়ে, এক ছেলে

Ans:- খ. দুই ছেলে, এক মেয়ে

১৬. ইলিয়াস যখন গরিব ছিল তখন ছেলেরা-

ক. তার সঙ্গে কাজ করত
খ. আয়েশি ছিল
গ. বাবাকে মারধর করত
ঘ. তার সঙ্গে থাকত না

Ans:- ক. তার সঙ্গে কাজ করত

১৭. ইলিয়াসের কোন বউমা ঝগড়াটে ছিল?

ক. বড়ো বউমা
খ. মেজো বউমা
গ. সেজো বউমা
ঘ. ছোটো বউমা

Ans:- ঘ. ছোটো বউমা

১৮. ইলিয়াস বৃদ্ধ বয়সে সর্বহারা হয়ে যার বাড়িতে আশ্রয় পেয়েছিল-

ক. মহম্মদ শা
খ. মোল্লাসাহেব
গ. মেয়ের ঘরে
ঘ. ছেলের ঘরে

Ans:- ক. মহম্মদ শা

১৯. ‘ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল’- প্রতিবেশীটি হল-

ক. মোল্লাসাহেব
খ. মহম্মদ শা
গ. শাম-শেমাগি
ঘ. রমজান

Ans:- খ. মহম্মদ শা

২০. মহম্মদ শা-র বাড়িতে এল একদল-

ক. চোর
খ. আত্মীয়
গ. কিরবিজ
ঘ. প্রতিবেশী

Ans:- খ. আত্মীয়

২১. মহম্মদ শা-র বাড়িতে আগত অতিথিদের মধ্যে একজন ছিলেন-

ক. ইলিয়াস
খ. ইলিয়াসের ছেলে
গ. ব্রাহ্মণ
ঘ. মোল্লাসাহেব

Ans:- ঘ. মোল্লাসাহেব

২২. ‘‘ভাগ্য যেন চাকার মতো ঘরে একজন উপরে উঠে তো আর একজন তলায় পড়ে যায়’’ বক্তা কে?

ক. মহম্মদ শা
খ. মোল্লাসাহেব
গ. শাম-শেমাগি
ঘ. বাড়ির এক অতিথি

Ans:- ঘ. বাড়ির এক অতিথি

২৩. ‘ইলিয়াস’ গল্পে কাকে ‘বাবাই’ বলা হয়েছে?

ক. ইলিয়াসকে
খ. শাম-শেমাগিকে
গ. মহম্মদ শা-কে
ঘ. মোল্লাকে

Ans:- ক. ইলিয়াসকে

২৪. ইলিয়াস অতিথিদের সঙ্গে কথা বলার জন্য বসল-

ক. দরজার পাশে এক কোণে
খ. পর্দার আড়ালে
গ. কুশনের পাশে
ঘ. সোফায়

Ans:- ক. দরজার পাশে এক কোণে

২৫. ‘‘এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন।’’ কার কথা বলা হয়েছে?

ক. ইলিয়াসের
খ. মহম্মদ শার
গ. মোল্লাসাহেবের
ঘ. শাম-শেমাগির

Ans:- ঘ. শাম-শেমাগির

২৬. ‘‘সেও তো পাপ’’ কোন কাজের প্রসঙ্গে বলা হয়েছে?

ক. মজুরদের ওপর কড়া নজরদারি
খ. পশুপালনে তদারকি
গ. পশুহত্যা
ঘ. অতিথিদের সেবা না করা

Ans:- ক. মজুরদের ওপর কড়া নজরদারি

২৭. ‘‘বন্ধুগণ হাসবেন না। এটা তামাশা নয়।’’ এটি কার উক্তি?

ক. ইলিয়াসের
খ. মোল্লার
গ. শাম- শেমাগির
ঘ. মহম্মদ শা-র

Ans:- ক. ইলিয়াসের

২৮. ‘‘এটা খুবই জ্ঞানের কথা’’- বক্তা হলেন-

ক. ইলিয়াস
খ. মহম্মদ শা
গ. মোল্লা
ঘ. শাম-শেমাগি

Ans:- গ. মোল্লা

২৯. ‘‘একসময় এসে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল’’- কে?

ক. মহম্মদ শা
খ. ইলিয়াস
গ. পুরোহিত
ঘ. ইলিয়াসের মেয়ে

Ans:- খ. ইলিয়াস

৩০. ইলিয়াস ও শাম-শেমাগি তাঁদের কত বছরের ধনীজীবন কাটানোর কথা বলেছেন?

ক. ৪০ বছর
খ. ৬০ বছর
গ. ৫০ বছর
ঘ. ৭০ বছর

Ans:- গ. ৫০ বছর



   











Post a Comment

0 Comments