দশম শ্রেণির, ইতিহাসের ধারণা অধ্যায়ের, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Madhyamik History, answers in brief। Marks 2।
[ SET-1 ]
1. নতুন সামাজিক ইতিহাস কী? অথবা সামাজিক ইতিহাস কী?
Ans:- রাজা-মহারাজা বা অভিজাত ও সমাজের মানুষের আলোচনা ছাড়াও বর্তমানকালে ইতিহাসে সমাজের নিম্নবর্গের সাধারণ মানুষ, যেমন কৃষক, শ্রমিক, মজুর, নারী প্রমুখ সকলের আলোচনা করা হয়। বিংশ শতকের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এই ধরনের ইতিহাস চর্চা ‘নতুন সামাজিক ইতিহাস’ নামে পরিচিত।
2. নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয় গুলি কী?
Ans:- নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি হল জাতীয় স্তরের রাজনৈতিক ঘটনাবলির বিবরণের বাইরে থাকা সাধারণ মানুষের স্থানীয় পৌর ও সামাজিক জীবন, সংস্কৃতি, জনস্বাস্থ্য, জাতিগত পরিচয়, দারিদ্র, গণমাধ্যম প্রভৃতি।
3. ইতিহাসচর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
Ans:- ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ। কারণ, নাটকের ইতিহাস চর্চা থেকে- ১.কোন সমাজের সমকালীন বিনোদন সম্পর্কে আভাস পাওয়া যায়।
২. বহু নাটক সমকালীন সমাজ জীবনের প্রতিচ্ছবি হয়ে ওঠে। তাই সেগুলি থেকে সমকালীন সমাজের বহু ঐতিহাসিক উপাদান সংগ্রহ করা সম্ভব হয়।
৩. কোন নাটক কিভাবে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী করে তুলছে তা জানা যায়।
৪. নাটক কিভাবে লোকশিক্ষা দেয় তা জানা যায়।
4. আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন?
Ans:- স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব হল, স্থানীয় ইতিহাসচর্চার দ্বারা-
১.স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। ২.জাতীয় ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান পাওয়া যায়। আঞ্চলিক ইতিহাস এর মাধ্যমে জাতির ইতিহাস পূর্ণাঙ্গ রূপ নিতে পারে।
5. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?
Ans:- পরিবেশের ইতিহাসের গুরুত্ব হল-
১. মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে পরিবেশের ভূমিকা চিহ্নিত করে পরিবেশ সচেতনতা ও পরিবেশ সুরক্ষার ব্যবস্থা করা।
২. পরিবেশের সংকটজনক পরিস্থিতি, পরিবেশ বিপর্যয় এবং তার ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবগত করা। সর্বোপরি, বাসস্থানের ও পরিবেশগত গুরুত্ব আরোপ করা।
6. নারী ইতিহাসচর্চার গুরুত্ব কী?
Ans:- ইতিহাসচর্চার গুরুত্ব হল, এর দ্বারা-
১. ইতিহাসে নারীর ভূমিকা সম্পর্কে জানা যায়।
২. ইতিহাসে নারীর যথার্থ ভূমিকা ও অবদান কে মর্যাদা দেয়া হয়।
7. সামরিক ইতিহাসচর্চার গুরুত্ব কি?
Ans:- সামরিক ইতিহাস চর্চার প্রধান গুরুত্ব হল, এর দ্বারা- ১.সময়ের সঙ্গে যুদ্ধের বিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। ২.যুদ্ধে কোন শক্তির জয় বা পরাজয়ের ব্যাখ্যা খুজেঁ পাওয়া যায় ইত্যাদি।
8. পরিবেশ রক্ষার দাবিতে ভারতের শুরু হওয়া দুটি আন্দোলনের উল্লেখ করো।
Ans:- পরিবেশ রক্ষার দাবিতে ভারতের শুরু হওয়া দুটি আন্দোলন হল-
১. চিপকো আন্দোলন (১৯৭৪ খ্রি.) এবং
২. নর্মদা বাঁচাও আন্দোলন (১৯৮৫ খ্রি.)
9. প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? এটি কার পরিচালনায় কবে মুক্তি পায়?
Ans:- ভারতীয় চলচ্চিত্র হল ‘রাজা হরিশচন্দ্র’(নির্বাক)।
• ‘রাজা হরিশচন্দ্র’ দাদাসাহেব ফালকের পরিচালনায় ১৯১৩ খ্রিস্টাব্দে মুক্তি পায়।
10. ভারতের রেলপথের প্রতিষ্ঠার কয়েকটি প্রভাব উল্লেখ করো।
Ans:- ভারতের রেলপথের প্রতিষ্ঠা ও প্রসার বিভিন্ন বিষয়কে প্রভাবিত করে। রেলপথের প্রসারের ফলে- ১.ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার এর সুবিধা হয়।
২.ভারতের অর্থ-সম্পদ ইংল্যান্ডে পাচার করা শুরু হয়। ৩.ভারতীয়দের ঐক্য ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠান সুযোগ আসে।
৪.ভারতের বিপ্লবী রেলপথ ব্যবহার করে তাদের বৈপ্লবিক কর্মকাণ্ড আরো ছড়িয়ে দিতে সক্ষম হয়।
৫.ভারতের অভ্যন্তরীণ ব্যবসাবাণিজ্যের সুবিধা হয়।
11. ব্রাহ্মিকা পদ্ধতি কী?
Ans:- ব্রাহ্মিকা পদ্ধতি হলো বাঙালি মেয়েদের এক ধরনের শাড়ি পরার পদ্ধতি, যা মূলত অবাঙালিদের ‘কুচি পদ্ধতি’-তে শাড়ি পরার বিবর্তিত রূপ।এই পদ্ধতিতে শাড়ির কুচির অংশটি অনেক বড়ো হয় এবং কোমর,বুক, পিঠ- সর্বত্র হয়ে ওঠে টান টান। বর্তমানে বাঙালি মেয়েরা এই পদ্ধতিতে শাড়ি পড়েন। উনিশ শতকের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের মেয়েরা প্রথম শাড়ি পরার এই পদ্ধতিটি চালু করেছিলেন।
12. নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝ?
Ans:- ১৯৮০-র দশক থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গবেষকের উদ্যোগে জাতি,শ্রেণি,লিঙ্গ,ধর্ম প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষদের নিয়ে ইতিহাসচর্চা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই ধারা নিম্নবর্গের ইতিহাসচর্চা বা সাবলটার্ন স্টাটিজ নামে পরিচিত।
13. ‘ঢাকাই খাবার’ কী?
Ans:- ঢাকা যখন প্রাদেশিক রাজধানী ছিল তখন এখানকার রন্ধনপ্রণালীর সঙ্গে পারসিক খাদ্য রীতির সংমিশ্রণ ঘটে। এর ফলে যে খাবার প্রস্তুত হয় তা ‘ঢাকায় খাবার’ নামে পরিচিত। এর অন্তর্ভুক্ত ছিল খিচুড়ি, হালিম,চালের গুঁড়োর পিঠে প্রভৃতি।
14. পোশাক-পরিচ্ছদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষক এর নাম লেখো।
Ans:- পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষক হলেন কার্ল কোহলার,এম্মা টারলো,মলয় রায়, নিরুপমা পুণ্ডির, ত্রৈলোক্যনাথ বসু প্রমুখ।
15. আধুনিক ভারতের কয়েকজন প্রখাত নৃত্যশিল্পীর নাম লেখ।
Ans:- কয়েকজন বিখ্যাত নৃত্যশিল্পী হলেন উদয় শংকর, অমলা শঙ্কর, লক্ষীদেবী, মল্লিকা সারাভাই, পণ্ডিত বিরজু মহারাজ অনিতা প্রমুখ
16. নবীন চন্দ্র দাস কে ছিলেন?
Ans:- নবীন চন্দ্র দাস ছিলেন কলকাতার বাগবাজারের একজন ময়রা। নদীয়ার ফুলিয়ার হারাধন ময়দার তৈরি করা রসগোল্লা কিছুটা পরিবর্তন করে নবীনচন্দ্র ১৮৬৮ খ্রিস্টাব্দে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন।
17. মানুষের পোশাক-পরিচ্ছদ থেকে ইতিহাস চর্চার কি ধরনের উপাদান পাওয়া যেতে পারে?
Ans:- মানুষের পোশাক পরিচ্ছদের ইতিহাসচর্চার যে ধরনের উপাদান বা তথ্য পাওয়া যেতে পারে সেগুলি হল- ১. মানুষের আর্থসামাজিক অবস্থা,
২. সামাজিক রুচিবোধ, ৩.সামাজিক উদারতার মাত্রা, ৪.লিঙ্গবৈষম্য প্রভৃতি।
18. নৃত্যকলার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখ।
Ans:- নৃত্যকলার ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষক হলেন ক্যারল ওয়েলস,জে আ্যডশিড ল্যান্সডেল,ওয়াং কেফেন, রাগিনী দেবী, আকৃতি সিনহা, শোভনা গুপ্তা, গায়ত্রী চট্টোপাধ্যায় প্রমুখ।
19. হরিপদ ভৌমিক ইতিহাসে বিখ্যাত কেন?
Ans:- গবেষক হরিপদ ভৌমিক তাঁর ‘রসগোল্লা : বাংলার জগৎ মাতানো আবিষ্কার’ গ্রন্থে দাবি করেছেন বাংলার নদীয়া জেলার ফুলিয়ায় হারাধন ময়রা আদি রসগোল্লার সৃষ্টিকর্তা। এই কারণে তিনি ইতিহাসে বিখ্যাত।
20. খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখ।
Ans:- খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত কয়েকজন খ্যাতনামা গবেষক হলেন কে টি আচয়,প্যাট চ্যাপম্যান,শরীফউদ্দিন আহমেদ,হারভে লেভেনস্টেইন, জোনাথন রাইট,বিজয়া চৌধুরী, হরিপদ ভৌমিক প্রমুখ।
0 Comments