দশম শ্রেণির, ইতিহাসের ধারণা অধ্যায়ের, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Madhyamik History, answers in brief। Marks 2।
[ SET-2 ]
1. সরকারি নথিপত্র বলতে কি বোঝায়?
Ans:- বিভিন্ন সরকারি কর্মচারী, সেনাপতি,সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সমকালীন বিভিন্ন প্রত্যক্ষ ঘটনা সম্পর্কে যে তথ্য দিয়ে লিখে গিয়েছেন সেসব সরকারি নথিপত্রের বিবরণ নামে পরিচিত।
2. আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদান গুলি কী?
Ans:- আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি হল-
১.সরকারি নথিপত্র, ২.আত্মজীবনী ও স্মৃতিকথা, ৩.ব্যক্তিগত চিঠি পত্র, ৪.সাময়িকপত্র সংবাদপত্র।
3. ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্র কেন গুরুত্বপূর্ণ?
Ans:-ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ- ১. সরকারি নথিপত্র পাঠ,পুর্নপাঠ,ও বিশ্লেষণের মধ্য দিয়ে সমসাময়িক নানা ঘটনার পিছনে সরকারের ভূমিকা ও মনোভাব স্পষ্টভাবে জানা যায়। ২. আধুনিক ভারতের ইতিহাস পর্যালোচনা ঔপনিবেশিক শাসকের দৃষ্টিকোণ থেকে ভারতের ইতিহাসের বিভিন্ন ঘটনার চর্চা সম্ভব হয়।
4. মহাফেজ খানা থেকে কিভাবে ইতিহাস জানা যায়?
Ans:- মহাফেজ খানা গুলিতে সমকালীন বিভিন্ন সরকারি প্রতিবেদন, চিঠিপত্র, পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট প্রকৃতির সংরক্ষিত থাকে। এগুলিতে সমকালীন বিভিন্ন ঘটনার সঠিক তথ্য পাওয়া সম্ভব।এসব তথ্য পড়ে সমকালীন ইতিহাস জানা যায়।
5. আত্মজীবনী ও স্মৃতিকথা কী?
Ans:- নিজের জীবন ও সেই সংক্রান্ত ঘটনা গুলো যখন কোন ব্যক্তি নিজে লিপিবদ্ধ করেন, তখন সেই লিপিবদ্ধ কাহিনীকে আত্মজীবনী বলা হয়। যখন কোন ব্যক্তি অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা দীর্ঘদিন স্মৃতি থেকে মনে করে লিপিবদ্ধ করেন তখন তা হয়ে ওঠে স্মৃতিকথা। প্রসঙ্গত উল্লেখ্য যে, সব আত্মজীবনী ও স্মৃতিকথা; কিন্তু সব স্মৃতিকথাই আত্মজীবনী নয়।
6. আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? অথবা স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়?
Ans:- বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে- ১.আত্মজীবনী থেকে অনেক সময়ে সমকালীন সময়ের রাজনৈতিক ঘটনাবলীর কথা জানা যায়।
২. আত্মজীবনীতে উল্লেখিত সমকালীন সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে।
৩.আত্মজীবনীতে উল্লেখিত সমকালীন আর্থসামাজিক ঘটনাবলিও ইতিহাস রচনায় ব্যবহৃত হতে পারে। ৪.আত্মজীবনীতে উল্লিখিত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধি গুলি ইতিহাসের মূল্যবান উপাদান হিসেবে কাজে লাগতে পারে।
7. ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি গুলি নাম কী? এই চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন?
Ans:- ইন্দিরা কে লেখা জওহরলাল নেহেরুর লেখা চিঠিগুলির নাম হল- "লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার"। •বিখ্যাত হিন্দি ঔপন্যাসিক মুন্সি প্রেমচাঁদ ‘পিতাকে পত্র পুত্রী কে নাম’ শিরোনামে এই চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন।
8. ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী?
Ans:- ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের প্রধান গুরুত্বগুলি হল-
১. সংবাদপত্র গুলিতে উল্লিখিত সমসাময়িক রাজনৈতিক খবরাখবর থেকে সমকালীন রাজনৈতিক ইতিহাস জানা যায়।
২. সংবাদপত্র গুলিতে মুদ্রিত সমসাময়িক সমাজ ও সংস্কৃতির খবরাখবর থেকে সেই সময়ের সমাজ ও সংস্কৃতির জানা যায়।
৩. সংবাদপত্রে মুদ্রিত সমকালীন সরকার ও রাষ্ট্রপরিচালনার বিভিন্ন খবর থেকে সেই সময়ের রাষ্ট্রীয় ইতিহাস জানা সম্ভব।
৪. জনগণের অসন্তোষ, ক্ষোভ, বিদ্রোহ প্রভৃতি বিষয়েও সংবাদপত্র থেকে জানা যায়।
৫. কোন ঘটনা সম্পর্কে জনমত কোন দিকে তাও সংবাদপত্র থেকে জানা যায়।
9. সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী?
Ans:- সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে প্রধান পার্থক্য হল- ১. সাধারণ সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয় কিন্তু সাময়িক পত্র একটি নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয়।
২. সংবাদপত্রের মুদ্রণে রোজকার খবরাখবর গুরুত্ব পায়। সাময়িকপত্রে রোজকার খবরের পরিবর্তে সমকালীন বাছাই করা বিষয় গুরুত্ব পায়।
৩. সংবাদপত্রের পৃষ্ঠা আকারে বড় হয় এবং সেগুলো বাঁধানো থাকে না। অন্যদিকে সাময়িক পত্রের পৃষ্ঠাগুলো অপেক্ষাকৃত ছোট হয় এবং সাধারণত তা বইয়ের মত বাঁধাই করা হয়।
10. বেঙ্গল গেজেট কে, কবে প্রকাশ করেন?
Ans:- বেঙ্গল গেজেট নামে সাপ্তাহিক ইংরেজি সংবাদপত্রটি জেমস অগাস্টাস হিকি 1780 খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশ করন।
11. ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ’ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়?
Ans:- বড়লাট লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে ‘দেশীয় সংবাদপত্র’ আইন পাস করে ভারতীয় সংবাদপত্রগুলির ওপর হস্তক্ষেপ করে ব্রিটিশ-বিরোধীতার পথ বন্ধ করার উদ্যোগ নেয়। তখন এই আইনের দ্বারা ‘সোমপ্রকাশ’ পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
12. ডুডলস কী?
Ans:- গুগলসের একটি বিশেষ সাজ ডুডলস নামে পরিচিত। সাধারণত বিশেষ কোন দিনে বা সময়ে বিশেষ ব্যক্তিকে বা ঘটনাকে সম্মান জানাতে গুগলসের হোমপেজের লোগো বিশেষ সাজে সেজে ওঠে। এই সাজকে ডুডলস বলে। গুগলের প্রতিষ্ঠাতা সেরগেই ব্রিন ও ল্যারি পেজ ১৯৯৮ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ‘বার্নিং ম্যান ফেষ্টিভেল' (Burning Man Festival)-এর সম্মানে ডুডলসের ডিজাইন করেছিলেন।
13. সরকারি নথিপত্রের বিবরণ থেকে প্রাপ্ত একটি ঐতিহাসিক তথ্যের উদাহরণ দাও।
Ans:- সরকারি নথিপত্রের বিবরণ থেকে প্রাপ্ত একটি ঐতিহাসিক তথ্য এর উদাহরণ হল সিপাহী বিদ্রোহের (১৮৫৭ খ্রি.) প্রত্যক্ষদর্শী হিসেবে ফরেস্ট তার ‘হিস্ট্রি অফ দি ইন্ডিয়ান মিউটিনি’ গ্রন্থটি লিখেছেন যা থেকে সিপাহী বিদ্রোহের নানা তথ্য পাওয়া যায়।
14. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীর নাম কী? এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার জন্য কি ধরনের তথ্য পাওয়া যায়?
Ans:- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীর নাম হল ‘জীবনস্মৃতি’।
• ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি থেকে ঠাকুরবাড়ির নানা তথ্য, তৎকালীন ইংরেজি ভাষা ও বিদেশী প্রথা সম্পর্কে বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি, হিন্দু মেলা সম্পর্কে নানা তথ্য, স্বদেশের প্রতি বাঙ্গালীদের আগ্রহ ও উদ্যোগ প্রভৃতি সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়, যেগুলি আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
15. সরলাদেবী চৌধুরানীর লেখা আত্মজীবনীর নাম কী? এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার জন্য কি ধরনের তথ্য পাওয়া যায়?
Ans:- সরলাদেবী চৌধুরানীর লেখা আত্মজীবনীর নাম হলো ‘জীবনের ঝরাপাতা’।
• জীবনের ঝরাপাতা গ্রন্থটি থেকে ভারতের কৃষক ও শ্রমিকদের ওপর ব্রিটিশ ও তাদের সহযোগীদের শোষণ অত্যাচার, ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলন, স্বদেশি আন্দোলন, ঠাকুরবাড়ির সাংস্কৃতিক চর্চা প্রভৃতি সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়, যেগুলি আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
0 Comments