দ্বাদশ শ্রেণীর, সমাজবিজ্ঞানের, ভারতবর্ষে সমাজতত্ত্ব অধ্যায়ের গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন। Important SAQ questions of class 12 in Sociology Chapter-1

 দ্বাদশ শ্রেণীর, সমাজবিজ্ঞানের, ভারতবর্ষে সমাজতত্ত্ব অধ্যায়ের গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন। একথায় উত্তর। Important SAQ questions of class 12 in Sociology Chapter-1 

1. ভারতীয় সংস্কৃতির মূল চিন্তাধারা কী?

Ans:- ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’-র স্থাপন এটাই ভারতীয় সংস্কৃতির মূল চিন্তাধারা।

2. কত সালে বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়?

Ans:- বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৮৫৯ সালে।

3. ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কী নিয়ে আলোচনা করে?

Ans:- ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কোন সমাজের সামাজিক বিষয়াদি ব্যাখ্যা বিশ্লেষণে ওই সকল উপাদান এর উৎস সন্ধান করে থাকে। সমাজের কাঠামো, সমাজের বিবর্তন, ইতিবৃত্ত, প্রত্নতাত্ত্বিক স্মারক প্রভৃতি যা সম্পূর্ণ করে সমাজ বৃত্তকে তার সবই এই দৃষ্টিভঙ্গিতে আলোচিত হয়।

4. ভারততত্ত্বের(Indology) সংজ্ঞা দাও।

Ans:- ভারতীয় সমাজ পর্যালোচনার ক্ষেত্রে ভারততত্ত্ব হল একটি স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি, যেখানে ভারতীয় সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য প্রভৃতির বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের সমাজব্যবস্থা ও তার উপাদান গুলি সম্পর্কে ধারণা গ্রহণ করা হয়। এককথায়, ভারত ও ভারতের সংস্কৃতির অধ্যায়ন, অনুশীলনীই হল ভারততত্ত্ব।

5. নিম্নবর্গীয়দের দৃষ্টিভঙ্গি কাকে বলে?

Ans:- যে দৃষ্টিভঙ্গিতে সামাজিক-প্রশাসনিক ক্ষমতাবানদের আধিপত্যাধীন নিম্নবর্গের মানুষজনের চেতনা, মানসিকতার নানা বৈশিষ্ট্য, তাদের বিবর্তন প্রভৃতি তাদের মতো করে(History told from below) বিচার বিশ্লেষণ করা হয়, তাকে নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি বলে।

6. দৃষ্টিবাদী ধারণার সাথে যুক্ত দুজন চিন্তাবিদদের নাম লেখো।

Ans:- দৃষ্টিপাত ধারণার সাথে যুক্ত দুজন চিন্তাবিদ হলেন স্যামুয়েল লব, দ্বারকানাথ মিত্র।

7. রোমিলা থাপার রচিত একটি গ্রন্থের নাম লেখো।

Ans:- রোমিলা থাপার রচিত একটি গ্রন্থের নাম হল- Ancient Indian Social History.

8. The Republic গ্রন্থটির রচয়িতা কে?

Ans:- The Republic গ্রন্থটির রচয়িতা হলেন গ্রিক দার্শনিক প্লেটো।

9. আইন-ই-আকবরি-র রচয়িতা কে?

Ans:- আইন-ই-আকবরি-র রচয়িতা হলেন আবুল ফজল।

10. কোন পর্যটক মরক্কো থেকে ভারতে এসেছিলেন?

Ans:- ইবন বতুতা মরক্কো থেকে ভারতে এসেছিলেন।

11. দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গির মূলকথা কি?

Ans:- এই দৃষ্টিভঙ্গির মূল কথা হলো সমাজের প্রতিটি বিষয়ের ঘটনাপ্রবাহের মূলে আছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব অহরহ চলছেই এবং তার ফলেই আছে পরিবর্তন। ভারতীয় সমাজ, এর সভ্যতা-সংস্কৃতি ও বিবর্তিত হয়ে চলেছে এই দ্বন্দ্বেরই ফলশ্রুতি হিসাবে।

12. ভারতে দৃষ্টবাদের জনক কাকে বলা হয়?

Ans:- ভারতে দৃষ্টবাদের জনক বলা হয় স্যামুয়েল লব-কে।

13. ভারতে কোথায় কবে প্রথম সমাজতত্ত্বের পঠন-পাঠন শুরু হয়?

Ans:- ১৮৬১ সালে প্রথম বেথুন সোসাইটিতে সমাজতত্ত্বের পঠন-পাঠন শুরু হয়।

14. ভারত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মূল উপাদান কী কী?

Ans:- ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মূল উপাদানগুলি হল ভারতীয় সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য প্রভৃতি।

15. কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গির জনক কে?

Ans:- কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গির জনক হলেন- ট্যালকট পারসন্স।

16. নিম্নবর্গের ইতিহাস চর্চার যাত্রা শুরু হয় কবে? 

Ans:- নিম্নবর্গের ইতিহাস চর্চার যাত্রা শুরু হয় ১৯৮২ সালে।

17. নিম্নবর্গের ইতিহাস চর্চার পথিকৃৎ কারা?

Ans:- নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রধান উদ্যোক্তা হলেন রনজিৎ গুহ এবং এনার সাথে যাঁরা যুক্ত তাঁরা হলেন- গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক,পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, দীনেশ চক্রবর্তী, সুমিত সরকার।

18. কত সালে বাংলায় বঙ্গীয় সমাজবিজ্ঞান সভা প্রতিষ্ঠিত হয়?

Ans:- ১৮৬৭ সালে বাংলায় বঙ্গীয় সমাজবিজ্ঞান সভা প্রতিষ্ঠিত হয়।

19. কে প্রথম বেথুন সোসাইটিতে সমাজতত্ত্বের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন?

Ans:- লঙ্ সাহেব প্রথম বেথুন সোসাইটিতে সমাজতত্ত্বের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

20. কত সালে প্রথম সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়?

Ans:- ১৮৫৮ সালে প্রথম সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়।

21.ব্যক্তিত্বের সংজ্ঞা নির্ধারণে কে Individual ও Person-এর পার্থক্য নির্দেশ করেছেন?

Ans:- ধুর্যটিপ্রসাদ মুখোপাধ্যায় ব্যক্তিত্বের সংজ্ঞা নির্ধারণে Individual ও Person-এর পার্থক্য নির্দেশ করেছেন।

22. ভারতীয় সংস্কৃতির মূল চিন্তাধারা কী?

Ans:- ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’-র স্থাপন এটাই ভারতীয় সংস্কৃতির মূল চিন্তা ধারা।

23. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

Ans:- এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন স্যার উইলিয়াম জোনস্।

24. ভারতে সমাজতাত্ত্বিক আলোচনার দুটি সরকারি সংস্থার নাম লেখো।

Ans:- ভারতে এমন দুটি সরকারি সংস্থা হল- Indian sociological Society এবং Indian Council of Social Science and Research.

25.ভারত তত্ত্ববিদ হিসাবে পরিচিত কয়েকজন বিদেশি চিন্তাবিদদের নাম উল্লেখ করো।

Ans:- ভারত তত্ত্ববিদ হিসাবে পরিচিত কয়েকজন বিদেশি চিন্তাবিদ হলেন স্যার উইলিয়াম জোনস্, হেনরি মেইন, ম্যাক্সমূলার প্রমুখ।

26. ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মূলসত্য কী?

Ans:- ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মূলসত্য এই যে, ভারতীয় সমাজ ও সংস্কৃতি অভিনব প্রকৃতির। এই সমাজের মূল উপাদান ধর্মচেতনা, অধ্যাত্মবাদ-এর সংস্কৃতি চেতনা বিশ্বজনীন সমাজবাদের আদর্শে পরিচালিত এক মিশ্র সংস্কৃতি।

27. Society in India গ্রন্থটির রচয়িতা কে?

Ans:- Society in India গ্রন্থটির রচয়িতা হলেন অধ্যাপক Ram Ahuja।

28. ভারতীয় সমাজ বিশ্লেষণে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির কয়েকজন পথিকৃত চিন্তাবিদের নাম লেখো।

Ans:- ভারতীয় সমাজ বিশ্লেষণে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির পথিকৃত চিন্তাবিদগণ হলেন- এ. আর. দেশাই, রাজেন্দ্র সিংহ, যোগেন্দ্র সিং প্রমুখ।

29. ভারতীয় সমাজ বিশ্লেষণে ড: ধীরেন্দ্রনথ মজুমদারের ভূমিকা কী?

Ans:- লক্ষ্মৌ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ধীরেন্দ্রনাথ মজুমদার তাঁর নৃতাত্ত্বিক ক্ষেত্রকার্যে কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে দেখিয়েছিলেন যে, Man, Resource, Co-operation- এই চারটি উপাদানের পারস্পরিক সাদৃশ্যমূলক সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকে যে কোন সমাজের কার্য ও কাঠামোগত একক।

30. Study of Complex Cultures গ্রন্থটির রচয়িতা কে?

Ans:- Study of Complex Cultures গ্রন্থটির রচয়িতা এস.সি.দুবে।

31. কাল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদকে কি জাতীর ব্যাখ্যা হিসেবে ধরা হয়?

Ans:- কাল মার্কসের মতবাদকে ‘ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যা’ হিসেবে চিহ্নিত করা হয়।

32. রণজিৎ গুহ-র একটি গ্রন্থের নাম লেখ।

Ans:- রণজিৎ গুহ-র একটি গ্রন্থের নাম- Elementary Aspects of Peasant Insurgency in Colonial India.

33. নবজাগরণের পথিকৃৎ হিসেবে কয়েকজনের নাম লেখো।

Ans:- স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, রামমোহন, শ্রীরামকৃষ্ণদেব প্রমুখ।

34. কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গির মূল কথা কী?

Ans:- এই দৃষ্টিভঙ্গির মূল বিষয় হল সমগ্র সমাজ কাঠামোর সাথে সংযুক্ত বিভিন্ন অংশ বা Part-এর পারস্পরিক সম্পর্ক, ক্রিয়া-প্রতিক্রিয়া নিরিখে সমাজের সুস্থিত ব্যবস্থাটিকে বিশ্লেষণ করা।

35. বাদ-প্রতিবাদ-সম্বাদ  এই কথাগুলি কোন দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে?

Ans:- এগুলি দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে।





Post a Comment

0 Comments