দশম শ্রেণির, সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের, গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন SET-2

দশম শ্রেণির, সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের, গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন । Important MCQ questions of History in class 10 । Chapter-2 । Mark-1

                 SET-2

1. ফোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়-

A. 1700 খ্রিষ্টাব্দে
B. 1800 খ্রিষ্টাব্দে
C. 1900 খ্রিষ্টাব্দে
D. 1811 খ্রিষ্টাব্দে

Ans:- B. 1800 খ্রিষ্টাব্দে ।


2. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-

A. 1784 খ্রিষ্টাব্দে
B. 1884 খ্রিষ্টাব্দে
C. 1911 খ্রিষ্টাব্দে
D. 1920 খ্রিষ্টাব্দে

Ans:- A. 1784 খ্রিষ্টাব্দে ।


3. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়-

A. 1717 খ্রিষ্টাব্দে
B. 1817 খ্রিষ্টাব্দে
C. 1917 খ্রিষ্টাব্দে
D. 1718 খ্রিষ্টাব্দে

Ans:- B. 1817 খ্রিষ্টাব্দে ।


4. হিন্দু কলেজের বর্তমান নাম-

A. ক্যালকাটা ইউনিভার্সিটি
B. প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
C. যাদবপুর ইউনিভার্সিটি
D. সংস্কৃত কলেজ

Ans:- B. প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ।


5. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন-

A. লর্ড ডালহৌসি
B. লর্ড কর্নওয়ালিস
C. লর্ড ওয়ারেন হেস্টিংস
D. লর্ড বেন্টিঙ্ক

Ans:- C. লর্ড ওয়ারেন হেস্টিংস ।


6. মেকলের মিনিট কবে পেশ করা হয় ?

A. 1635 খ্রিষ্টাব্দে
B. 1773 খ্রিষ্টাব্দে
C. 1835 খ্রিষ্টাব্দে
D. 1885 খ্রিষ্টাব্দে

Ans:- 1835 খ্রিষ্টাব্দে ।


7. কোন মিনিটের মাধ্যমে প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে?

A. মেকলের মিনিট
B. বেন্টিঙ্কের মিনিট
C. জনপোরের মিনিট
D. অকল্যান্ডের মিনিট

Ans:- A. মেকলের মিনিট ।


8. ব্রাহ্মসমাজের মুখপত্র ছিল-

A. সমাচার দর্পণ
B. সম্বাদ কৌমুদি
C. তত্ত্ববোধিনী পত্রিকা
D. সাপ্তাহিক পত্রিকা

Ans:- C. তত্ত্ববোধিনী পত্রিকা।


9. হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপিত হয়-

A. 1747 খ্রিষ্টাব্দে
B. 1849 খ্রিষ্টাব্দে
C. 1917 খ্রিষ্টাব্দে
D. 1947 খ্রিষ্টাব্দে

Ans:- B. 1849 খ্রিষ্টাব্দে ।


10. হেয়ার স্কুল-এর প্রথম নাম ছিল-

A. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন 
B. পটলডাঙ্গা অ্যাকাডেমি
C. ধর্মতলা অ্যাকাডেমি
D. সংস্কৃত কলেজ

Ans:- B. পটলডাঙ্গা অ্যাকাডেমি ।


11. ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল-

A. সংস্কৃত কলেজ
B. হিন্দু কলেজ
C. বিদ্যাসাগর কলেজ
D. বেথুন কলেজ

Ans:- D. বেথুন কলেজ ।


12. ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়-

A. 1810 খ্রিষ্টাব্দে
B. 1813 খ্রিষ্টাব্দে
C. 1817 খ্রিষ্টাব্দে
D. 1821 খ্রিষ্টাব্দে

Ans:- C. 1817 খ্রিষ্টাব্দে ।


13. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন-

A. স্যার যদুনাথ সরকার 
B. স্যার আশুতোষ মুখোপাধ্যায়
C. স্যার উইলিয়াম কোলভিল
D. স্যার গুরুদাস ব্যানার্জি

Ans:- B. স্যার আশুতোষ মুখোপাধ্যায় ।


14. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন-

A. ডেভিড হেয়ার
B. স্যার আশুতোষ মুখোপাধ্যায়
C.স্যার উইলিয়াম কোলভিল
D. লর্ড ডালহৌসি

Ans:- C.স্যার উইলিয়াম কোলভিল ।


15. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন-

A. লর্ড ডালহৌসি
B. লর্ড কর্নওয়ালিস
C. লর্ড ক্যানিং
D. স্যার উইলিয়াম কোলভিল

Ans:- C. লর্ড ক্যানিং ।


16. কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন-

A. ড. এম জে ব্রামলি
B. ড. এন ওয়ালিশ
C. ড. জে গ্রাণ্ট
D. ড. এইজ এইজ গুডিভ

Ans:- A. ড. এম জে ব্রামলি।


17. প্রথম বাঙালি ছাত্র যিনি শব ব্যবচ্ছেদ করেছিলেন তিনি হলেন-

A. মধুসূদন গুপ্ত
B. মধুসূদন দত্ত
C. নীলরতন সরকার 
D. সত্যেন্দ্রনাথ দত্ত

Ans:- A. মধুসূদন গুপ্ত ।


18. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়-

A. 1835 খ্রিষ্টাব্দে
B. 1845 খ্রিষ্টাব্দে
C. 1857 খ্রিষ্টাব্দে
D. 1858 খ্রিষ্টাব্দে

Ans:- D. 1858 খ্রিষ্টাব্দে ।


19. সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয়-

A. 1723 খ্রিষ্টাব্দে
B. 1823 খ্রিষ্টাব্দে
C. 1923 খ্রিষ্টাব্দে
D. 1849 খ্রিষ্টাব্দে

Ans:- B. 1823 খ্রিষ্টাব্দে ।


20. সতীদাহ প্রথা রদ হয়-

A. 1729 খ্রিষ্টাব্দে
B. 1829 খ্রিষ্টাব্দে
C. 1929 খ্রিষ্টাব্দে
D. 1869 খ্রিষ্টাব্দে

Ans:- B. 1829 খ্রিষ্টাব্দে ।


21. যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় সেটি হল-

A. সপ্তদশ আইন
B. অষ্টাদশ আইন
C. তিন আইন
D. পঞ্চদশ আইন

Ans:- A. সপ্তদশ আইন ।


22. বিধবা বিবাহ আইন পাস হয়-

A. 1756 খ্রিষ্টাব্দে
B. 1856 খ্রিষ্টাব্দে
C. 1838 খ্রিষ্টাব্দে
D. 1850 খ্রিষ্টাব্দে

Ans:- B. 1856 খ্রিষ্টাব্দে ।


23. কার দানের অর্থে হুগলির ইমামবাড়া হাসপাতাল নির্মিত হয়-

A. রবীন্দ্রনাথ ঠাকুরের
B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
C. রাজা রামমোহন রায়ের
D. হাজি মহম্মদ মহসীনের

Ans:- D. হাজি মহম্মদ মহসীনের ।


24. ‘নববিধান’ প্রতিষ্ঠা করেছিলেন-

A. কেশবচন্দ্র সেন
B. রাজা রামমোহন রায়
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. মধুসূদন দত্ত

Ans:- A. কেশবচন্দ্র সেন ।


25. নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন-

A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. ডিরোজিও
C. রাজা রামমোহন রায়
D. অবনীন্দ্রনাথ ঠাকুর

Ans:- B. ডিরোজিও ।


26. ‘To India My Native Land’ কবিতাটির রচয়িতা-

A. ডিরোজিও
B. সুকুমার রায়
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D. কাজি নজরুল ইসলাম

Ans:- A. ডিরোজিও ।

 

27. নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্র ছিল-

A. এথেনিয়াম
B. সাপ্তাহিক পত্রিকা
C. সমাচার দর্পণ
D. বামাবোধিনী

Ans:- A. এথেনিয়াম ‌‌।


28. ‘ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি’ নামক গ্রন্থটি লেখেন-

A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. অবনীন্দ্রনাথ ঠাকুর
D. রাজা রামমোহন রায়

Ans:- B. দেবেন্দ্রনাথ ঠাকুর।


29. সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেন-

A. শ্রীরামকৃষ্ণ
B. স্বামী বিবেকানন্দ
C. রাজা রামমোহন রায়
D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Ans:- A. শ্রীরামকৃষ্ণ ।


30. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠা হয়-

A. 1828 খ্রিষ্টাব্দে
B. 1831 খ্রিষ্টাব্দে
C. 1834 খ্রিষ্টাব্দে
D. 1837 খ্রিষ্টাব্দে

Ans:- A. 1828 খ্রিষ্টাব্দে ।


31. কেশবচন্দ্র সেনকে ‘ব্রহ্মানন্দ’ উপাধি দেন-

A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. রাজা রামমোহন রায়
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. অবনীন্দ্রনাথ ঠাকুর

Ans:- C. দেবেন্দ্রনাথ ঠাকুর।


32. ‘স্ত্রী শিক্ষা বিধায়ক’ গ্রন্থটি রচনা করেন-

A. স্বামী বিবেকানন্দ
B. শ্রীরামকৃষ্ণ
C. গৌরমোহন বিদ্যালংকার
D. কেশবচন্দ্র সেন

Ans:- C. গৌরমোহন বিদ্যালংকার ।


33. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন-

A. ডিরোজিও
B. লর্ড ডালহৌসি
C. লর্ড কর্নওয়ালিস
D. রাজা রামমোহন রায়

Ans:- A. ডিরোজিও ।


34. ‘বর্তমান ভারত’ গ্রন্থটির লেখক ছিলেন-

A. ডিরোজিও
B. স্বামী বিবেকানন্দ
C. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D. রবীন্দ্রনাথ ঠাকুর

Ans:- B. স্বামী বিবেকানন্দ ।


35. সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন-

A. রাজা রামমোহন রায়
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
D. রাধাকান্ত দেব

Ans:- A. রাজা রামমোহন রায়।


36. উনিশ শতকের বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল-

A. মুর্শিদাবাদ
B. কলকাতা
C. নদীয়া
D. ঢাকা

Ans:- B. কলকাতা ।











দশম শ্রেণির, সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের, গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন । Important MCQ questions of History in class 10 । Chapter-2 ।  Mark-1 ।  SET-1



































Post a Comment

0 Comments