দশম শ্রেণির, সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের, গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন । Important MCQ questions of History in class 10 । Chapter-2 । Mark-1
SET-1
1. ‘বামাবোধিনী’ পত্রিকা প্রকাশিত হয়-
A. 1810 খ্রিষ্টাব্দে
B. 1830 খ্রিষ্টাব্দে
C. 1863 খ্রিষ্টাব্দে
D. 1910 খ্রিষ্টাব্দে
Ans:- C. 1863 খ্রিষ্টাব্দে ।
2. ‘বামাবোধিনী পত্রিকা ছিল একটি-
A. মাসিক পত্রিকা
B. দৈনিক পত্রিকা
C. সাপ্তাহিক পত্রিকা
D. ত্রৈমাসিক পত্রিকা
Ans:- A. মাসিক পত্রিকা ।
3. বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন-
A. শিশিরকুমার ঘোষ
B. উমেশচন্দ্র দত্ত
C. উমেশচন্দ্র দাস
D. হরিনাথ মজুমদার
Ans:- B. উমেশচন্দ্র দত্ত ।
3. বাংলায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করেন-
A. জেমস অগাস্টাস হিকি
B. উমেশচন্দ্র দত্ত
C. দ্বারকানাথ বিদ্যাভূষণ
D. হরিনাথ মজুমদার
Ans:- A. জেমস অগাস্টাস হিকি ।
4. বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকা ছিলেন-
A. সরোজিনী নাইডু
B. মানসকুমারী দাস
C. কাদম্বিনী গাঙ্গুলী
D. মানসকুমারী বসু
Ans:- D. মানসকুমারী বসু ।
5. বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র হল-
A. সোমপ্রকাশ
B. দিগদর্শন
C. বঙ্গদর্শন
D. বেঙ্গল গেজেট
Ans:- B. দিগদর্শন ।
6. ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক হলেন-
A. গঙ্গাকিশোর ভট্টাচার্য
B. উমেশচন্দ্র দত্ত
C. অক্ষয়কুমার দত্ত
D. কৃষ্ণচন্দ্র মজুমদার
Ans:- A. গঙ্গাকিশোর ভট্টাচার্য ।
7. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়-
A. 1617 খ্রিষ্টাব্দে
B. 1717 খ্রিষ্টাব্দে
C. 1817 খ্রিষ্টাব্দে
D. 1917 খ্রিষ্টাব্দে
Ans:- C. 1817 খ্রিষ্টাব্দে ।
8. হুতোম প্যাঁচার নকশা প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল-
A. ইংরেজদের দুর্নীতি
B. কলকাতার নাগরিক জীবন
C. গ্রাম এলাকার জমিদার পরিবার
D. গ্রাম এলাকার কৃষকদের জীবনযাপন
Ans:- B. কলকাতার নাগরিক জীবন ।
9. বামাবোধিনীর ‘বামা’ আসলে কারা ?
A. সমগ্র নারী জাতি
B. বিধবারা
C. বালিকারা
D. নববধূরা
Ans:- A. সমগ্র নারী জাতি ।
10. কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম-
A. হুতোমপ্যাঁচা
B. পশুরাজ
C. বনফুল
D. বনটিয়া
Ans:- A. হুতোমপ্যাঁচা ।
11. ‘আলালের ঘরের দুলাল’ রচনা করেন-
A. প্যারীচাঁদ মিত্র
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ans:- A. প্যারীচাঁদ মিত্র ।
12. ‘সোমপ্রকাশ’ ছিল একটি-
A. দৈনিক পত্রিকা
B. মাসিক পত্রিকা
C. ত্রৈমাসিক পত্রিকা
D. সাপ্তাহিক পত্রিকা
Ans:- D. সাপ্তাহিক পত্রিকা ।
13. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক ছিলেন-
A. গিরিশচন্দ্র ঘোষ
B. মধুসূদন দত্ত
C. মধুসূদন রায়
D. অক্ষয়কুমার দত্ত
Ans:- A. গিরিশচন্দ্র ঘোষ ।
14. দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন-
A. উইলিয়াম কেরি
B. মার্শম্যান
C. গিরিশচন্দ্র ঘোষ
D. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
Ans:- B. মার্শম্যান ।
15. ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয়-
A. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়
B. বামাবোধিনী পত্রিকায়
C. ভারতী পত্রিকায়
D. সাপ্তাহিক পত্রিকায়
Ans:- A. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় ।
16. হুতোমপ্যাঁচার নক্সার লেখক হলেন-
A. কালীপ্রসন্ন সিংহ
B. প্যারিচাঁদ মিত্র
C. গিরিশচন্দ্র ঘোষ
D. হরিশচন্দ্র
Ans:- A. কালীপ্রসন্ন সিংহ ।
17. ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন-
A. মাইকেল মধুসূদন দত্ত
B. সত্যেন্দ্রনাথ দত্ত
C. রেভাঃ জেমস লং
D. কালীপ্রসন্ন সিংহ
Ans:- C. রেভাঃ জেমস লং ।
18. যে সাহিত্যক পাবনার কৃষকবিদ্রোহ সমর্থন করেছিলেন তিনি হলেন-
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Ans:- B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
19. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন-
A. শিশিরকুমার ঘোষ
B. মধুসূদন দত্ত
C. গিরিশচন্দ্র ঘোষ
D. প্যারিচাঁদ মিত্র
Ans:- A. শিশিরকুমার ঘোষ।
20. ‘গ্রামবার্ত্তাপ্রকাশিকা’ প্রকাশিত হত-
A. মাসিক
B. বাৎসরিক
C. দৈনিক
D. পাক্ষিক
Ans:- A. মাসিক ।
21. ‘গ্রামবার্ত্তাপ্রকাশিকা’ প্রকাশিত হয় যখন তার সম্পাদক ছিলেন-
A. শিশিরকুমার ঘোষ
B. মধুসূদন দত্ত
C. হরিনাথ মজুমদার
D. প্যারিচাঁদ মিত্র
Ans:- C. হরিনাথ মজুমদার।
22. আধুনিক ভারতের জনক ছিলেন-
A. রাজা রামমোহন রায়
B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. মধুসূদন দত্ত
Ans:- A. রাজা রামমোহন রায় ।
23. ‘সমাচার চন্দ্রিকা’ পত্রিকার সম্পাদক ছিলেন-
A. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
B. হরিনাথ মজুমদার
C. প্যারিচাঁদ মিত্র
D. শিশিরকুমার ঘোষ
Ans:- A. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ।
24. ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে-
A. বাংলায়
B. উড়িষ্যায়
C. বিহারে
D. দিল্লিতে
Ans:- A. বাংলায় ।
25. এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো শুরু হয় ?
A. বোম্বাই
B. পন্ডিচেরী
C. কলকাতা
D. দিল্লি
Ans:- B. পন্ডিচেরী ।
26. ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন’ প্রতিষ্ঠা করেন-
A. আলেকজান্ডার ডাফ
B. উইলিয়াম কেরি
C. মার্শম্যান
D. রেভাঃ জেমস লং
Ans:- A. আলেকজান্ডার ডাফ ।
27. ভারতে পাশ্চাত্য শিক্ষা দানের পক্ষে মত প্রকাশ করেন-
A. মেকলে
B. আলেকজান্ডার ডাফ
C. উইলিয়াম কেরি
D. মার্শম্যান
Ans:- A. মেকলে ।
28. বেন্টিকের আমলে জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন-
A. টমাস মেকলে
B. সন্ডার্স
C. আলেকজান্ডার ডাফ
D. উইলিয়াম কেরি
Ans:- A. টমাস মেকলে ।
29. ভারতের প্রাচ্য রীতিতে শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন-
A. টমাস মেকলে
B. সন্ডার্স
C. আলেকজান্ডার ডাফ
D. প্রিন্সেপ
Ans:- D. প্রিন্সেপ ।
30. ১৮৫৬ খ্রিষ্টাব্দে প্রথম কোন মুসলিম ছাত্র কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করে-
A. রহিম খান
B. সাবির খান
C. রশিদ খান
D. সমির খান
Ans:- A. রহিম খান ।
31. হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম-
A. বেথুন স্কুল
B. হিন্দু স্কুল
C. সংস্কৃত কলেজ
D. বিদ্যাসাগর কলেজ
Ans:- A. বেথুন স্কুল ।
32. ইউরোপীয় চিকিৎসাবিদ্যার স্হান হিসাবে, কলকাতা মেডিক্যাল কলেজের স্হান ছিল-
A. প্রথম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. চতুর্থ
Ans:- B. দ্বিতীয় ।
33. কার আমলে কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়-
A. বেন্টিঙ্কের
B. লর্ড ডালহৌসি
C. লর্ড কর্নওয়ালিস
D. হেস্টিংস
Ans:- A. বেন্টিঙ্কের ।
34. ইংরেজি ভাষাজ্ঞানকে সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে ঘোষণা করেন-
A. বরোলাট লর্ড হার্ডিঞ্জ
B. লর্ড ডালহৌসি
C. লর্ড কর্নওয়ালিস
D. লর্ড বেন্টিঙ্ক
Ans:- A. বরোলাট লর্ড হার্ডিঞ্জ ।
35. ইংরেজি ভাষাজ্ঞানকে সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে ঘোষণা করেন কত সালে-
A. 1830 খ্রিষ্টাব্দে
B. 1835 খ্রিষ্টাব্দে
C. 1840 খ্রিষ্টাব্দে
D. 1844 খ্রিষ্টাব্দে
0 Comments