What is the Noun and Types of Noun with example in English Grammar in Bengali । Noun কাকে বলে ? কত প্রকার ও কী কী ? উদাহরণ সহ ব্যাখ্যা করো ।
NOUN :-
যে word বা শব্দ দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্হান, ইত্যাদির নাম বোঝায় তাকে Noun বা বিশেষ্য পদ বলে ।
যেমন :-
A. Samir is a boy.
B. The lotus is a flower.
C. The sword is made of steel.
লক্ষ্য করলে দেখবে ওপরে sentence গুলির প্রত্যেকের একাধিক ওয়ার্ড আছে যেগুলো কোন প্রাণী, প্রাণহীন বস্তুর নাম।
প্রথম বাক্যে Samir একটি বিশেষ কোন ছেলের নাম। আর ঐ sentence এই boy বলতে যে কোনোও একটি বালক কে বোঝায় । তাই boy ও একটি বিশেষশ্রেণীর মানুষের নাম ।
দ্বিতীয় sentence এ lotus বলতে আমরা এক বিশেষ শ্রেণীর ফুলকে বুঝি, অতএব এটিও একটি নাম । আবার ঐ sentence এই flower এমন একটি নামবাচক পদ যা যে কোনও ফুলকে বোঝায় ।
তৃতীয় sentence এ sword একটি অস্ত্রের নাম । আর steel বলতে আমরা বুঝি, একটি ধাতু যা দিয়ে কোনও অস্ত্র বা অন্য কিছু জিনিস তৈরি হয়; অতএব steel ও একটি ধাতুর নাম ।
• Noun শব্দটি এসেছে ‘Latin’ ভাষার ‘Nomen’ শব্দ থেকে ; যার মানে হল নাম।
Types of Noun (Noun এর প্রকারভেদ) :-
Noun কে পাঁচ ভাগে ভাগ করা যায়।
1. Proper Noun (প্রপার নাউন)
2. Common Noun (কমন নাউন)
3. Collective Noun (কালেক্টিভ নাউন)
4. Material Noun (ম্যাটেরিয়াল নাউন)
5. Abstract Noun (অ্যাবস্ট্রাক্ট নাউন)
1. Proper Noun (প্রপার নাউন) :-
যে Noun কোন একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রভৃতির নাম বোঝায় তাকে Proper Noun বলে।
• A proper noun is the name of a particular person, thing, place etc.
যেমন:-
Rabindranath Tagore, A.P.J.Abdul Kalam, Vivekananda, Devashish, Rohan, Kolkata, Delhi, Mumbai, Bangalore, The Ganges, The Bay of Bengal, The Himalayas, etc.
• Rabindranath Tagore, A.P.J.Abdul Kalam, Vivekananda এগুলো নির্দিষ্ট মহান ব্যক্তির নাম, তাই এগুলো সব Proper noun।
2. Common Noun (কমন নাউন) :-
যে Noun কোন একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রভৃতির নাম বোঝায় না, কিন্তু সাধারণভাবে এক জাতীয় ব্যক্তি, বস্তু, অর্থাৎ জাতি বা গোষ্ঠীকে বোঝায়, বলে তাকে Common Noun বলে।
• A noun which does not point out any particular person, place or thing but is common to all persons, things or place of the same class or kind, is called common noun.
যেমন:-
Man, Bird, Tiger, Boy, Girl, Book, School, Student, etc.
• Man বলতে এখানে কোন নির্দিষ্ট মানুষকে (Man) বোঝাচ্ছে না, Man বলতে এখানে সমগ্র মানুষ জাতিকে বোঝাচ্ছে। তাই Man একটি Common Noun।
3. Collective Noun (কালেক্টিভ নাউন) :-
যে Noun কোন সমষ্টিকে বোঝায়, তাকে Collective Noun বলে।
• A collective Noun is the name of a group or collection of persons or things which are taken together as a single whole.
যেমন:-
Army, Party, Crowd, Class, Group, Committee, etc.
A crowd of people - মানুষের ভিড়।
এখানে crowd বলতে একটি মানুষের ভিড় নয়, crowd বলতে অনেক মানুষের ভিড়কে বোঝাচ্ছে, তাই এটি Collective Noun।
4. Material Noun (ম্যাটেরিয়াল নাউন) :-
যে Noun কোন বস্তু যে পদার্থ বা উপাদান দিয়ে গঠিত, অর্থাৎ যে Noun এর দ্বারা কোন বস্তুর নাম বোঝায়, তাকে Material Noun বলে।
• A Material Noun is the name of some matter or substance of which the things are made of. It is also known as Mass Noun.
যেমন:-
Water, Milk, Iron, Copper, Wood, Gold, Sand, Clay, etc.
5. Abstract Noun (অ্যাবস্ট্রাক্ট নাউন) :-
Abstract Noun বলতে কোন দোষ, গুণ, অনুভূতি, বা ধারণাকে বোঝায় যা আমরা শুধু অনুভব করতে পারি, কিন্তু ছুঁতে পারি না।
• An Abstract Noun is the name of some quality, feeling or idea that we can only feel or think of but can not touch.
যেমন:-
Mercy, Honesty, kindness, Truthfulness, Goodness, Greatness, Beauty, Evil, etc.
• নামপদকে আবার গোনা যায়। আমার কিছু নাম পদকে গোনা যায় না। এই গনযোগ্যতার দিক থেকে Noun / নাম পদকে দুটি ভাগে ভাগ করা যায়।
1. Countable Noun :-
Countable Noun যেগুলিকে সংখ্যা দিয়ে বর্ণনা করা যায়, বা যা গোনা যায়।
যেমন:-
Books, Chair, Pencil, Birds, Mobiles, Dog, Horse, Computers, etc.
2. Uncountable Noun:-
Uncountable Noun যেগুলিকে সংখ্যা দিয়ে বর্ণনা করা যায় না, বা যা গোনা যায় না।
যেমন:-
Milk, Sugar, Hair, Love, Peace, Pain, Rice, Ink, Salt, etc.
0 Comments