Parts of Speech in English Grammar in Bengali। Parts of Speech কাকে বলে, কত প্রকার ও কী কী ? উদাহরণ সহ ব্যাখ্যা করো।
PARTS OF SPEECH
Parts of speech (বাক্যের বিভিন্ন অংশ)।
প্রতিটি Sentence (বাক্য) এক বা একাধিক শব্দ দিয়ে তৈরি হয়। এই এক একটি শব্দ হল বাক্যটির এক একটি অংশ।
বাক্যের প্রত্যেকটি শব্দকে বলা হয় বাক্যের অংশ যা ইংরেজিতে বলে Parts of Speech.
উদাহরণ:-
উদাহরণ দিয়ে বললে, আরো ভালো বুঝতে পারবে।
Rabi plays football (রবি ফুটবল খেলে)
এই sentence টিতে Rabi, plays এবং football এই তিনটি word আছে। Rabi একটি ছেলের নাম, plays মানে খেলে; অর্থাৎ এটি একটি Verb বা ক্রিয়াবাচক শব্দ; football এই word টির দ্বারা Ram কি খেলে তা বোঝানো হয়েছে। Football ও একটি নামবাচক পদ বা word যাকে ইংরেজীতে বলে Noun এবং এবং একটি ক্রিয়াবাচক পদ যাকে ইংরেজীতে বলে Verb। এদের প্রত্যেকটি word- ই sentence টির এক একটি অংশ বা part, তাই ইংরেজীতে এগুলিকে Parts of Speech বলা হয়।
প্রকারভেদ:-
Sentence-এ প্রত্যেকটি word-এর ধর্ম অনুসারে তাদের আটটি শ্রেণীতে ভাগ করা হয়। অর্থাৎ Parts of Speech মোট আট প্রকার। [There are 8 (eight) Parts of Speech.]
1. NOUN (নাউন) - বিশেষ্য পদ
2. PRONOUN (প্রোনাউন) - সর্বনাম পদ
3. VERB (ভার্ব) - ক্রিয়াপদ
4. ADJECTIVE (অ্যাডজেকটিভ) - বিশেষণ পদ
5. ADVERB (অ্যাডর্ভাব) - ক্রিয়া বিশেষণ
6. PREPOSITION (প্রিপোজিশন) - পদান্বয়ী অব্যয়
7. CONJUNCTION (কনজাংশন) - সংযোজক অব্যয়
8. INTERJECTION (ইন্টারজেকশন) - আবেগসূচক অব্যয়
1. NOUN (নাউন) - বিশেষ্য পদ :-
যে word বা শব্দ দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্হান, ইত্যাদির নাম বোঝায়, তাকে Noun (নাউন) বা বিশেষ্য পদ বলে।
• A noun is a naming words.
• It names a person, place, thing, etc.
যেমন :-
Ram, Rahim, Kolkata, Tamluk, Sun, Cow, Horse ইত্যাদি।
2. PRONOUN (প্রোনাউন)-সর্বনাম পদ :-
Noun এর পরিবর্তে যে word বা শব্দ বসে তাকেই Pronoun (প্রোনাউন) বা সর্বনাম পদ বলে।
অর্থাৎ যখন কোনও Noun বারবার ব্যবহার না করে তাকে বোঝাবার জন্য তার জায়গায় অন্য একটি word (শব্দ) ব্যবহার করা হয় তাকে Pronoun বলা হয়।
• A Pronoun is a word which is placed in place of a noun.
যেমন :-
I - (আমি), We - (আমরা), You - (তুমি, তোমরা,) He - (সে / পুরুষ), She - (সে / স্ত্রী), They - (তারা [পুরুষ /স্ত্রী]), It - (এটি,ইহা) ইত্যাদি।
3. VERB (ভার্ব) - ক্রিয়াপদ :-
যে word বা শব্দ দ্বারা কোন কিছু করা বা হওয়া বোঝায় তাকে Verb বলে।
• Verb is an action word.
• A verb word that express ‘being’ ‘having’ or ‘doing’ something.
যেমন :-
A. Gopal writes - গোপাল লেখে।
B. Rohan plays - রোহান খেলা করে।
C. Arbaj eat - আরবাজ খাই।
উপরে তিনটি বাক্যে ‘writes’ দ্বারা লেখা, ‘plays’ দ্বারা খেলা করা, ‘eat’ দ্বারা খাওয়া ইত্যাদি বোঝায়। তাই শব্দগুলিকে Verb বা ক্রিয়াপদ বলে।
4. ADJECTIVE (অ্যাডজেকটিভ) - বিশেষণ পদ :-
যে word বা শব্দ - Noun, Pronoun এদের দোষ, গুণ, অবস্হান ইত্যাদি প্রকাশ করে তাদের Adjective বলে।
• An adjective is a word that qualifies or qualifies a noun or pronoun.
যেমন :-
Good - (ভালো), Bad - (মন্দ), Cold - (ঠান্ডা), Hot - (গরম), Valuable - (মূল্যবান), Cheap - (সস্তা), Small -(ছোট), Big - (বড়ো) ইত্যাদি।
5. ADVERB (অ্যাডর্ভাব) - ক্রিয়া বিশেষণ :-
যে শব্দ বা word - Adjective বা Verb এর দোষ,গুণ, অবস্থা পরিমাণ ইত্যাদি বিচার করে তাকে Adverb বা ক্রিয়া বিশেষণ বলে।
• An adverb is a word that modifies a verb, an adjective or another adverb.
যেমন:-
A. Very - (খুব), Ago - (পূর্বে), Daily - (প্রতিদিন), After - (পরে), Soon - (শীঘ্র), Slowly - (ধীরে ধীরে) ইত্যাদি।
B. The girl walk slowly.
এখানে slowly শব্দটি মেয়েটি কিভাবে হাঁটে - ধীরে ধীরে এই অর্থ প্রকাশ করছে।
অর্থাৎ ‘walk’ verb টির অবস্থা প্রকাশ করছে তাই ‘Slowly’ শব্দটি একটি Adverb।
6. PREPOSITION (প্রিপোজিশন) - পদান্বয়ী অব্যয় :-
যে word বা শব্দ Noun বা Pronoun এর পূর্বে বসে অন্য শব্দের সাথে তাদের সম্পর্ক বোঝায় তাকে Preposition বা পদান্বয়ী অব্যয় বলে।
• A preposition is a word placed before a noun or pronoun to show its relation to some other words in a sentence.
যেমন:-
A. Of - (র,এর), At - (তে,এ), On - (উপরে), Between - (দুই এর মধ্যে), To - (প্রতি,তে), By - (দ্বারা), Under - (নীচে) ইত্যাদি।
B. The book is on the table.
এখানে on শব্দটি Noun এর পূর্বে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, তাই On একটি Preposition.
7. CONJUNCTION (কনজাংশন) - সংযোজক অব্যয় :-
যে word একটি বা তার বেশি শব্দ বা বাক্য কে আরেকটি শব্দ ও বাক্যের সাথে যোগ করে তাকে Conjunction বা সংযোজক অব্যয় বলে।
• A conjunction is a word which is used to join words, sentence, phrases, or clauses.
যেমন:-
A. But - (কিন্তু), And - (এবং), For - (জন্য), Both - (উভয়), As - (যেহেতু), Else - (নচেৎ), Till - (পর্যন্ত), Still - (তবু), So - (সেইজন্য) ইত্যাদি।
B. Avijit and Rohit are good boys.
এখানে Avijit ও Rohit এই শব্দ দুটিকে and শব্দটি যোগ করেছে। তাই And হল একটি Conjunction ।
8. INTERJECTION (ইন্টারজেকশন) - আবেগসূচক অব্যয় :-
যে word বা শব্দ দ্বারা মনের দুঃখ, আনন্দ, হতাশ, বিস্ময় ইত্যাদি প্রকাশ হয় তাকে Interjection বলে।
• An interjection is a word which expresses a sudden feeling or emotion.
যেমন:-
A. Oh! - (আহা), Alas! - (হায়), Hurrah - (বাহবা), Bravo - (সাবাস), Fie! - (ধিক),
B. Hurrah ! Today is a holiday.
C. Alas ! Rabindranath Tagore is no more.
উপরের বাক্য দুটিতে Hurrah শব্দ দ্বারা আনন্দ ও Alas শব্দ দ্বারা দুঃখ প্রকাশিত হচ্ছে । তাই এইগুলি Interjection ।
• Dear, students আশা করি, তোমাদের এই post টি ভালো লাগবে, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের Friends দের Share করো, যাতে প্রত্যেকে পড়তে পারে । সবাইকে পড়ার সুযোগ করে দাও ।
• Thank you for coming this site.
0 Comments