Tense in English Grammar in Bengali। Tense কাকে বলে। কত প্রকার ও উদাহরণ সহ ব্যাখ্যা করো।
TENSE:-
Tense মানে ‘ক্রিয়ার কাল।’ ‘ক্রিয়ার কাল’ মানে ‘কাজের কাল’ বা ‘কাজের সময়’। অর্থাৎ কোন একটি কাজ কোন সময় হলো তার ওপর নির্ভর করে Verb এর বিভিন্ন Tense হয়। যদি কাজটি বর্তমানে হয় তাহলে বর্তমান কাল বা (Present Tense)। যদি কাজটি অতীতে হয়ে গিয়েছিল বোঝায় তাহলে অতীতকাল (Past Tense)। যদি কাজটি ভবিষ্যতে হবে বোঝায় তাহলে ভবিষ্যৎ কাল (Future Tense)।
প্রকারভেদ:-
Tense তিন প্রকারের।
Present Tense (বর্তমান কাল)
Past Tense (অতীত কাল)
Future Tense (ভবিষ্যৎ কাল)
Present Tense (বর্তমান কাল):-
কোন কাজ বর্তমানকালের সম্পন্ন হয় বা হচ্ছে এমন বোঝালে verb এর Present Tense বা বর্তমান কাল হয়।
যেমন:-
I eat rice (আমি ভাত খাই)।
Past Tense (অতীত কাল):-
কোন কাজ অতীত কালে হয়েছিল এমন বোঝালে Verb এর Past Tense বা অতীত কাল হয়।
যেমন:-
I ate rice (আমি ভাত খেয়েছিলাম)।
Future Tense (ভবিষ্যৎ কাল):-
কোন কাজ ভবিষ্যৎ কালে সম্পন্ন হবে এমন বোঝালে Verb এর Future Tense বা ভবিষ্যৎ কাল হয়।
যেমন:-
I shall eat rice (আমি ভাত খাব)।
• প্রতিটি Tense এর আবার চারটি Form আছে-
A. Indefinite
B. Continuous
C. Perfect
D. Perfect Continuous
• অতএব সবমিলিয়ে Verb এর Tense এর Form মোট 12 টি -
1. Present Indefinite (সাধারণ বর্তমান)
2. Present Continuous (ঘটমান বর্তমান)
3. Present Perfect (পুরাঘটিত বর্তমান)
4. Present Perfect Continuous (পুরা ঘটমান বর্তমান)
5. Past Indefinite (সাধারণ অতীত)
6. Past Continuous (ঘটমান অতীত)
7. Past Perfect (পুরাঘটিত অতীত)
8. Past Perfect Continuous (পুরাঘটমান অতীত)
9. Future Indefinite (সাধারণ ভবিষ্যত)
10. Future Continuous (ঘটমান ভবিষ্যত)
11. Future Perfect (পুরাঘটিত ভবিষ্যত)
12. Future Perfect Continuous (পুরাঘটমান ভবিষ্যত)
1. Present Indefinite Tense (সাধারণ বর্তমান কাল):-
বর্তমান কালে কোনো কাজ যদি সাধারণভাবে ঘটে, যদি কোন অভ্যাস বা চিরসত্য বোঝায় তাহলে Present Indefinite Tense হয়।
চেনার উপায়:-
• বর্তমানকালের সাধারণত অনির্দিষ্ট সব কাজ যেমন - বৃষ্টি পড়ে, আমি স্কুলে যাই।
• এছাড়া যদি কোনো অভ্যাস বোঝাই যেমন - ছাত্ররা প্রতিদিন স্কুলে যায়।
• আর যদি চিরসত্য বোঝায় যেমন - সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী একটি গ্রহ ইত্যাদি।
Formation:-
S + V¹(s/es) + Objective/Complement
[Subject যদি Third Person Singular Number হয়, তাহলে Verb এর শেষে s/es যোগ হবে।
• অর্থাৎ প্রথমে Subject তারপর Verb এর Present form এবং তারপর যদি Objective বা Complement থাকে তাহলে সেটা বসে যাবে।
Example:-
A. রবি প্রতিদিন স্কুলে যায় -
Rabi goes to school daily.
B. সূর্য পূর্ব দিকে ওঠে -
The sun rises in the East.
2. Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল):-
বর্তমানে কোন কাজ চলছে বা ঘটে চলেছে এমন বোঝালে Verb এর Present Continuous Tense হয়।
চেনার উপায়:-
করিয়া শেষে তেছি, তেছ, তেছে, যোগ থাকে।
যেমন:-
আমি পড়িতেছি।
Formation:-
Subject + am/is/are + V¹ ing + O/C
• অর্থাৎ প্রথমে Subject তার পর Subject অনুযায়ী am/is/are তারপর মূল verb এর Present form এর সাথে ‘ing’ যোগ করে যদি Object/Complement থাকে তাহলে সেটি বসে যাবে।
Example:-
A. সে লিখিতেছে -
He is writing.
B. শিশুগুলি ঘুড়ি ওড়াচ্ছে -
The children are flying kites.
• মনে রাখবার কথা:-
I এর পর - am বসে।
Singular Number এর পর - is বসে।
You এবং Plural Number এর পর are বসে।
3. Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান কাল):-
কোন কাজ এইমাত্র শেষ হয়ে গিয়েছে এবং তার ফল এখনও বর্তমান এমন বোঝাতে Verb এর Present Perfect Tense হয়।
চেনার উপায়:-
ক্রিয়া শেষে য়াছি, য়াছ, য়াছে, যোগ থাকে।
যেমন:-
আমি খাইয়াছি।
সমির লিখিয়াছে।
Formation:-
Subject + have/has + Verb (Past Participle) + O/C
• অর্থাৎ প্রথমে Subject তারপর Subject অনুযায়ী have/has তারপর মূল Verb এর Past Participle form এবং শেষে যদি Object বা Complement থাকে তাহলে সেটি বসে যাবে।
Example:-
A. আমি খাইয়াছি।
I have eaten.
B. আমি এটা করেছি।
I have done it.
C. রবি লিখিয়াছে
Rabi has written
• মনে রাখবার কথা:-
I, you, এবং Plural Number এর পরে - have বসে।
বাকি সব Singular Number এর পরে - has বসে।
4. Present Perfect Continuous Tense (পুরাঘটমান বর্তমান কাল):-
কোন কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি বর্তমানে অর্থাৎ এখনও চলছে এবং ভবিষ্যতে ও চলতে পারে এরূপ ভাব বোঝালে সেটি Present Perfect Continuous হবে।
চেনার উপায়:-
ক্রিয়া শেষে তেছি, তেছ, যোগ থাকে এবং ধরিয়া, হইতে শব্দ দিয়ে একটা সময় উল্লেখ থাকে।
যেমন:-
রবিন সকাল হইতে পড়িতেছে।
Formation:-
Subject + have been/ has been + V¹ ing + O/C
• অর্থাৎ প্রথমে Subject, তারপর Subject অনুযায়ী have been/ has been তারপর verb এর সঙ্গে ing যোগ করতে হবে।
Example:-
A. তাহারা দুইদিন ধরিয়া হাঁটিতেছি।
They have been walking for two days.
B. রবিন সকাল হইতে পড়িতেছে।
Rabin has been reading from the morning.
5. Past Indefinite Tense (সাধারণ অতীত কাল):-
অতীতকালে কোন কাজ হয়ে গিয়েছিল বা ঘটে গিয়েছিল এবং তার ফল বর্তমানে নেই এমন বোঝালে Verb এর Past Indefinite Tense হয়।
চেনার উপায়:-
ক্রিয়া শেষে ছিলাম, ছিল যোগ থাকে।
যেমন:-
আমি স্কুলে গিয়েছিলাম।
Formation:-
Subject + V² (Past form) + O/C
• অর্থাৎ প্রথমে Subject তারপর Verb এর Past form এবং শেষে যদি Object বা Complement থাকে তা বসবে।
Example:-
A. আমি স্কুলে গিয়েছিলাম।
I went to school.
B. সে ভাত খেয়েছিল
He ate rice.
6. Past Continuous Tense (ঘটমান অতীত কাল):-
অতীত কালে কোনো কাজ বা ঘটনা কিছু সময় ধরে চলছিল এমন বোঝালে Verb এর Past Continuous হয়।
চেনার উপায়:-
ক্রিয়া শেষে তেছিলাম, তেছিল যোগ থাকে।
Formation:-
S + was/were + v¹ ing + O/C
• অর্থাৎ প্রথমে Subject তারপর Subject অনুযায়ী was/were, তারপর Verb এর Present form এর সাথে ‘ing’ যোগ করতে হবে।
Example:-
A. মেয়েটি কাঁদতেছিল।
The girl was crying.
B. আমি আমার কর্তব্য করছিলাম।
I was doing my duty.
• মনে রাখবার কথা:-
Singular Number এরপর - was বসে। You এবং Plural Number এরপর - were বসে।]
7. Past Perfect Tense (পুরাঘটিত অতীত কাল):-
অতীত কালের দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে ঘটেছিল বা হয়েছিল সেটির Past Perfect এবং যে কাজটি পরে ঘটেছিল তার Past Indefinite হয়।
চেনার উপায়:-
অতীতে একসাথে দুটি কাজ ঘটেছিল এরূপ বোঝায় একটি আগে অন্যটি পরে। পূর্ব যোগ থাকে।
Formation:-
S + had + v(p.p) + O + before + subject + v²
• অর্থাৎ, মনে রাখবার বিষয় হল- যে কাজটি পূর্বে হয়েছে তার Past Perfect Tense এবং যে কাজটি পরে হয়েছে তার Past Indefinite Tense হয়।
Example:-
A. ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গিয়েছিল।
The patient had died before the doctor came.
8. Past Perfect Continuous Tense (পুরাঘটমান অতীত কাল)
অতীত কালে দুটি কাজের মধ্যে যেটি পূর্বে চলছিল বোঝাবে সেটির Past Perfect Continuous Tense এবং যেটি পরে ঘটেছিল বোঝাবে সেটির Past Indefinite হয়।
চেনার উপায়:-
অতীতে অনেকক্ষণ ধরে কাজটি চলে এবং একটি সময় থাকে।
Formation:-
S + had been + v¹ + ing + O/C
• অর্থাৎ, মনে রাখবার কথা হল - প্রথমে Subject, তারপর had been এবং তারপর Verb এর Present form এর সাথে ‘ing’ যোগ করতে হয়।
Example:-
A. তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম
We had been playing football before you came.
B. বৃষ্টি আসার আগে তারা মাছ ধরছিল
They had been facing before the rain came.
9. Future Indefinite Tense (সাধারণ ভবিষ্যত কাল):-
ভবিষ্যৎকালে কোন কাজ করিবে এরূপ বোঝালে Future Indefinite Tense হয়।
চেনার উপায়:-
ক্রিয়ার শেষে ইব, ইবে, যোগ থাকে - করিবে, খাইবে।
Formation:-
S + shall / will + V¹ + O/C
• অর্থাৎ প্রথমে Subject তারপর Subject অনুযায়ী shall / will তারপর Verb এর Present form এবং শেষে যদি Object বা Complement থাকে তাহলে সেটি বসবে।
Example:-
A. তাজিম লিখিবে
Tajim will write.
B. তুমি বাড়ি যাবে
You will go home.
• মনে রাখবার কথা:-
সাধারণ - I / We এর পর - shall বসে।
বাকি সব Noun ও Pronoun এর পরে - will বসে।
• তবে দৃঢ় ইচ্ছা বা সংকল্প বোঝালে ঠিক উল্টো হয়।
আমি যাইবই।
I will go.
সে আসিবেই।
He shall come.
10. Future Continuous Tense (ঘটমান ভবিষ্যৎ):-
কোন কাজ ভবিষ্যতে কিছু সময়ের জন্য হতে থাকবে বা চলতে থাকবে এমন বোঝালে Verb এর Future Continuous Tense হয়।
চেনার উপায়:-
ক্রিয়া শেষে থাকিব, থাকিবে, যোগ থাকে।
Formation:-
Subject + shall be / will be + v¹ ing + O/C
• অর্থাৎ প্রথমে Subject তারপর Subject অনুযায়ী shall be / will be তারপর Verb এর Present form এর সাথে ‘ing’ যোগ করতে হবে।
Example:-
A. আমি লিখিতে থাকিব
I shall be writing.
B. আমরা তখন পড়িতে থাকব
We shall be reading then.
11. Future Perfect Tense (পুরাঘটিত ভবিষ্যত):-
ভবিষ্যতের দুটি কাজের মধ্যে যেটি পূর্বে সম্পন্ন হবে বা হয়ে থাকবে বোঝাবে সেটিতে Future Perfect এর ব্যবহার হবে এবং যেটি পরে হবে বোঝাবে তার Future Indefinite / Present Indefinite এর ব্যবহার হবে।
চেনার উপায়:-
ভবিষ্যৎকালে পরপর দুটো কাজ ঘটবে।
Formation:-
S + shall have / will have + v(p.p) + O + before + S + shall / will + v¹
Example:-
A. আমি বাড়ি পৌঁছানোর পূর্বে বৃষ্টি আরম্ভ হবে ।
The rain will have started before I shall reach home
( I reach home).
12. Future Perfect Continuous Tense (পুরাঘটমান ভবিষ্যৎ):-
ভবিষ্যতে কোনো কাজ বা দুটি কাজ অনেকক্ষণ ধরে চলতে থাকবে এরূপ বোঝালে Future Perfect Continuous Tense হয়।
• অর্থাৎ দুটি কাজই ভবিষ্যৎকালের। তবে যে কাজটি পূর্ব থেকে ঘটে চলতে থাকবে বোঝাবে তার Future Perfect Continuous Tense হবে। এবং যেটি পরে হবে তার Present Indefinite হবে।
চেনার উপায়:-
একটি কাজের পূর্বে অন্য একটি কাজ চলতে থাকবে।
Formation:-
S + shall have been / will have been + v + ing + O
Example:-
A. অভিজিৎ আসার পূর্বে আমরা পড়তে থাকব।
We shall have been reading before Avijit comes.
B. মা আসার আগে পর্যন্ত আমি পড়িতে থাকিব
I shall have been reading before mother comes.
0 Comments