Narration কাকে বলে? কত প্রকার ও কি কি? । What's the Narration, Rules of Narration Change and types of Narration Change with examples ।
Direct Speech - Indirect Speech
Narration মানে উক্তি।
প্রকারভেদ:-
Narration দুই প্রকার।
যথা- i. Direct Speech বা (প্রতক্ষ উক্তি)
ii. Indirect Speech বা (পরোক্ষ উক্তি) ।
• একটা গল্পের ছলে বললে, তোমাদের বুঝতে সুবিধা হয়। মনে কর, তোমার সঙ্গে তোমার বন্ধু রবির সাথে কিছু কথোপকথন হয়েছে। তুমি এরপর তোমার দাদার কাছে গিয়ে রবির সঙ্গে আলোচিত হওয়া সেই কথাগুলো বললে।
এবার দেখ, তুমি কথাটি তোমার দাদার কাছে দুভাবে বলতে পারো।
A. অবিকল রবির নিজের ভাষায়
যেমন:-
রবি বলে, “আমি ক্লান্ত।”
Rabi says, “I am tired.”
B. রবির কথাটি তোমার নিজের মত করে অর্থাৎ তোমার নিজের ভাষায়
যেমন:-
রবি বলে যে সে (রবি) ক্লান্ত।
Rabi says that he (Rabi) is tired.
• প্রথম বাক্যটিতে রবির নিজের ভাষায় তুমি তোমার দাদাকে যা বললে তাকে বলা হয় Direct Speech বা প্রতক্ষ উক্তি।
• আর তোমার নিজের ভাষায় রবির বক্তব্য তোমার দাদাকে যেভাবে বললে তা Indirect Speech বা পরোক্ষ উক্তি।
Reported Speech:-
প্রথম বাক্যে Inverted Comma (“.......”)-র মধ্যে যে অংশটুকু আছে (I am tired) তাকে বলা হয় Reported Speech।
Reporting Verb:-
আর Inverted Comma-র আগের Verbটিকে বলা হয় Reporting Verb।
• Narration Change করার আগে পাঁচটি বাক্য গঠন সম্পর্কে জানা দরকার।
A. Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য):-
গঠন:- S + v(s/es) + o/c
Example:- I go to the school.
B. Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য):-
গঠন:- A.v + s + m.v + o/c
Example:- Do you eat rice?
C. Imperative Sentence (আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য):-
গঠন:- v + o/c
Example:- Go out
D. Optative Sentence (প্রার্থনা বা ইচ্ছাবোধক বাক্য):-
গঠন:- May + S + V + O/c
Example:- May God bless you.
E. Exclamatory Sentence (আবেগসূচক বাক্য):-
গঠন:- Alas! / Brave! / Hurrah! etc + s + v + o/c
Example:- Hurrah! Our club has won the match.
A. Narration Change of Assertive Sentence (বিবৃতিমূলক বাক্যের উক্তি পরিবর্তন):-
1. Reporting Verb এর পরিবর্তন করতে হয়।
যেমন:-
i. said থাকলে said হয়।
ii. said to থাকলে told হয়।
iii. says থাকলে says হয়।
iv. says to থাকলে tells হয়।
v. say to থাকলে tell হয়।
2. মাঝখানে ‘that’ conjunction বসাতে হয় (Reporting Verb এবং Reported Speech এর মাঝখানে)। এই Conjunction টির নাম হল Introductory Conjunction ।
3. Pronoun এর পরিবর্তন করতে হয়।
4. Verb এর পরিবর্তন করতে হয়।
Direct Speech Indirect Speech
Present Indefinite Past Indefinite
[i]. am, is, are was, were
V¹ V²
Example:- Go Example:- went
V(s/es) V(past form)
[ii]. Present Continuous Past Continuous
S+am,is,are +v(ing)+o/c S+was,were+v(ing)+o/c
[iii]. Present Perfect Past Perfect
S + have/has + v.p.p + o/c S + had + v.p.p + o/c
iv] Present Per Conti. Past Per Continuous
S+have/has(been)+v.p.p+o/c S+had been+v.p.p+o/c
[V]. Past Indefinite Past Perfect
S + v(Past form) + o/c S + had + v.p.p + o/c
was, were had been
vi] Past Continuous Past Per Continuous
S+was,were+v(ing)+o/c S+had been+v.p.p+o/c
[vii]. Shall / will Would
Can Could
May Might
Must Must
Have Has
5. Direct Speech-এর Adjective ও Adverb গুলিরও Indirect Speech-এ নিম্নলিখিত ভাবে change করতে হয়।
Direct Indirect
This থাকিলে that
These থাকিলে those
Thus থাকিলে so/that way
Now থাকিলে then
Ago থাকিলে before
Here থাকিলে there
Hither থাকিলে thither
Today থাকিলে that day
Hence থাকিলে thence
Last night থাকিলে the previous night
Direct Speech-এ Tomorrow থাকিলে Indirect Speech-এ the next day / the day before হয়।
Direct Speech-এ Yesterday থাকিলে Indirect Speech-এ the previous day / the day before হয়।
Direct Speech-এ Next week / year থাকিলে The following week / year হয়।
Direct Speech-এ Last week / year থাকিলে The previous week / year হয়।
Example:-
1. Gopal said, “I am I'll.” (Direct Speech)
Ans:- Gopal said that he was ill. (Indirect speech)
2. Papai said, “My brother is not at home.” (Direct Speech)
Ans:- Papai said that his brother was not at home. (Indirect Speech)
3. Rohit said, “I am doing sums now.”
Ans:- Rohit said that he was doing sums then. (Indirect speech)
4. Mother said, “I took tea.” (Direct Speech)
Ans:- Mother said that she had taken tea. (Indirect Speech)
5. Ashik said, “A bus was coming on.” (Direct Speech)
Ans:- Ashik said that a bus had been coming on. (Indirect Speech)
6. He said, “I shall take rice” (Direct Speech)
Ans:- He said that he would take rice. (Indirect Speech)
• মনে রাখবার কথা
যদি বাক্যে চিরসত্য (Universal truth) শব্দ ব্যবহৃত হয় তাহলে সেই চিরসত্য শব্দটি বসে যাবে।
যেমন:-
Motivator Sk said, “Man is mortal.” (Direct Speech)
Ans:- Motivator Sk said that man is mortal. (Indirect Speech)
The teacher said, “The sky is blue.” (Direct Speech)
Ans:- The teacher said that the sky is blue. (Indirect Speech)
My mother said, “Honesty is the best policy.” (Direct Speech)
Ans:- My mother said that honesty is the best policy. (Indirect Speech)
B. Narration Change of Interrogative sentence (প্রশ্নবোধক বাক্যের উক্তি পরিবর্তন):-
গঠন:- A.v + s + m.v + o/c
1. Said বা said to থাকিলে asked হয়।
2. মাঝখানে Introductory Conjunction-এর বদলে if বসে।
3. যদি ‘Wh word’ দিয়ে বাক্য শুরু হয়, তাহলে ‘Wh word’ টি বসে। তখন আর ‘if’ বসবে না।
4. Interrogative Sentence থেকে Assertive Sentence-এ পরিবর্তন করতে হয়।
Example:-
i. The man said to me, “Is the grape sweet ?” (Direct Speech)
Ans:- The man asked me if the grape was sweet. (Indirect Speech)
ii. Rohit said to me, “Are you okay ?” (Direct Speech)
Ans:- Rohit asked me if I was okay. (Indirect Speech)
iii. He said to me, “What is your name ?” (Direct Speech)
Ans:- He asked me what his name was.
iv. I said to Jaber, “where do you live ?” (Direct Speech)
Ans:- I asked Jaber where he lived. (Indirect Speech)
C. Narration Change of Imperative Sentence (আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্যের উক্তি পরিবর্তন):-
1. said বা said to থাকলে অর্থ অনুযায়ী Reporting Verb এর পরিবর্তন করতে হবে।
2. আদেশ বোঝালে order, অনুরোধ বোঝালে request, এবং উপদেশ বোঝালে advise ব্যবহৃত হয়।
3. এই ধরনের বাক্যের ক্ষেত্রে that (linker) ব্যবহার করা হয় না।
4. মূল Verb এর আগে ‘to’ বসে।
Example:-
i. He said to me, “go home at once.” (Direct Speech)
Ans:- He ordered me to go home at once. (Indirect Speech)
ii. Rohit said to Arwaj, “please lent me some money.” (Direct Speech)
Ans:- Rohit requested Arwaj to lent him some money. (Indirect Speech)
iii. The teacher said to the students, “Be selfless.” (Direct Speech)
Ans:- The teacher advised the students to be selfless. (Indirect Speech)
• মনে রাখবার কথা:-
Imperative Sentence না-বাচক হলে, Indefinite ‘to’ এর আগে ‘not’ বসে।
যেমন:-
The doctor said to the patient, “Do not run in the sun.” (Direct Speech)
Ans:- The doctor advised the patient not to run in the sun. (Indirect Speech)
• Let দিয়ে Narration Change করার সময়, Reported Speech-এ ‘Let’ দিয়ে বাক্য শুরু হলে যদি তা suggestion বা proposal বোঝায় তাহলে Indirect-এ Reporting Verb টি suggest বা propose করতে হয়। এই verb দুটির পরে Conjunction হিসাবে ‘that’ ব্যবহৃত হয়।
যেমন:-
Avijit said, “Let's arrange a musical party.” (Direct Speech)
Ans:- Avijit suggested that they should arrange a musical party. (Indirect Speech)
• Must দিয়ে Narration Change করার সময়, Indirect Speech-এ পরিণত করার সময় ‘Must’ এর পরিবর্তে ‘would have to’, ‘ought to’ আবার কখনও কখনও Must কেই অপরিবর্তিত রাখতে হয়।
যেমন:-
He said, “I must go.” (Direct Speech)
Ans:- He said that he would have to go. (Indirect Speech)
Their mother said, “Children, you must not play with knives.” (Direct Speech)
Ans:- Their mother told the children that they must not play with knives. (Indirect Speech)
D. Narration Change of Optative Sentence (প্রার্থনা বা ইচ্ছাবোধক বাক্যের উক্তি পরিবর্তন):-
1. Said বা said to থাকিলে wished বা prayed হয়। না থাকিলে wished হয়।
2. মাঝখানে that বসে।
3. Optative Sentence থেকে Assertive Sentence-এ পরিবর্তন করতে হয়।
Example:-
i. The old man said, “May God bless you.” (Direct Speech)
Ans:- The old man prayed that God might bless him.” (Indirect Speech)
ii. The old man said, “May you live long.” (Direct Speech)
Ans:- The old man wished me a long life. (Indirect Speech)
E. Narration Change of Exclamatory Sentence (আবেগসূচক বাক্যের উক্তি পরিবর্তন):-
1. Exclamatory Sentence-এ দুঃখ, আনন্দ, বিস্ময় প্রভৃতি অনুভূতি প্রকাশ করা হয়। এই রকম sentence এর Narration Change করার সময় Reporting Verb-টি এমনভাবে ব্যবহার করতে হয় তাতে ঐ অনুভূতিগুলি প্রকাশ করা যায়। সেইজন্য exclaim with joy(আনন্দ বোঝালে),
exclaim with sorrow (দুঃখ বোঝালে),
exclaim in wonder (বিস্ময় বোঝালে),
confess with regret etc.
2. মাঝখানে that বসে।
Example:-
i . He said, “Hurrah! we have won the match.” (Direct Speech)
0 Comments