Article in English Grammar in Bengali। Rules of Article in Bengali। Types of Article। A,An, The-এর ব্যবহার।
Article (স্বতন্ত্র শব্দ):-
A, An, The এই তিনটি শব্দ কে ইংরেজি ব্যাকরণে Article (আর্টিকেল) বা স্বতন্ত্র শব্দ বলা হয়।
প্রকারভেদ:-
Article দুই প্রকার-
1. Indefinite Article
2. Definite Article
1. Indefinite Article:-
Indefinite Article হল ‘A ও An’, A ও An এই দুটি Article কোনও ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না বলে, এদের Indefinite Article বলে।
Example:-
একটি বালিকা - A girl
একটি আপেল - An apple
2. Definite Article:-
Definite Article হল ‘The’,
The এই Article টি কোনও Noun এর আগে বসে তাকে নির্দিষ্ট করে বোঝায় বলে একে, Definite Article বলে।
Example:-
বালকটি - The boy
বইটি - The book
1. Indefinite Article এর ব্যবহার:-
যে সব ‘word’ বা শব্দের প্রথম অক্ষরটি Consonant হয়, তাদের আগে ‘a’ বসে।
Example:-
একটি ঘোড়া - A horse
একটি বিড়াল - A cat
একটি ছাগল - A goat
একটি গাছ - A tree
একটি সিংহ - A lion
একজন কবি - A poet
একজন দার্শনিক - A philosopher
একখানি সংবাদপত্র - A newspaper
একজন রাজপুত্র - A prince
একটি নগর - A city
• ওপরের উদাহরণগুলিতে প্রত্যেকটিতে দুটি করে পদ আছে। প্রথম পদটিকে ইংরেজিতে ‘Article’ বলে এবং দ্বিতীয় পদটিকে বলে Noun। Noun বলতে কোন বস্তু, ব্যক্তি, প্রাণী, গুণ বা দোষ ইত্যাদির নাম বোঝায়। ইংরেজীতে যে কোনও Noun উল্লেখ করতে গেলে তার আগে ‘Article’ বসাতে হয়। ওপরের সব Noun গুলিই Consonant দিয়ে শুরু। সাধারণতঃ Consonant দিয়ে শুরু এরূপ Noun গুলির আগে ‘A’ এই Article টি বসানো হয়। A কে ইংরাজীতে ‘Indefinite Article’ বলে।
যে সব ‘word’ বা শব্দের প্রথম অক্ষরটি Vowel হয়, তাদের আগে ‘an’ বসে।
Example:-
একটি পিঁপড়ে - An ant
একটি প্রাণী - An animal
একটি ডিম - An egg
একটি পেঁচা - An owl
একটি ঈগল - An eagle
একটি দ্বীপ - An island
একটি হাতি - An elephant
একটি ছাতা - An umbrella
• উপরের প্রত্যেকটি ইংরেজি শব্দ a, e, i, o, u এই Vowel গুলির যে কোন একটি দিয়ে শুরু হয়েছে। তাই তাদের আগে Indefinite Article ‘An’ বসানো হয়েছে।
• ‘A’ এর মত ‘An’ ও একটি Indefinite Article।
Indefinite Article ‘A’ - এর ব্যতিক্রম নিয়ম:-
‘Consonant’ letter দিয়ে শুরু শব্দটির (word) উচ্চারণ যদি ‘Vowel’- এর মতো শুরু হয় তাহলে ‘A’- এর পরিবর্তে ‘An’ বসে।
Example:-
An M.P.
An M.A.
An Hour
An S.D.O.
An M.L.A.
An Honest man
Indefinite Article ‘An’ - এর ব্যতিক্রম নিয়ম:-
Vowel দিয়ে শুরু শব্দটির (word) উচ্চারণ যদি ‘ইউ’ বা ‘ওয়া’র’ মত হয় তাহলে Vowel থাকলেও ‘A’ বসে।
Example:-
A university
A one rupee note
A European
A ewe
A usage
A useful thing
• A এবং An - এর অন্যান্য ব্যবহার:-
A. বক্তা যাকে চেনে না এরূপ অপরিচিত কোন ব্যক্তির নাম বা পদবির আগে A বা An বসে।
যেমন:-
An Arbaj Khan wants to meet you - এক আরবাজ খান আপনার সঙ্গে দেখা করতে চান।
B. একক বা unit বোঝানোর ক্ষেত্রে A বা An ব্যবহৃত হয়।
যেমন:-
A litre is enough - এক লিটারই যথেষ্ট।
C. কয়েকটি শব্দ বা Pharse - এর সঙ্গে A বা An ব্যবহৃত হয়।
যেমন:-
He has a headache - তার মাথার যন্ত্রণা আছে।
D. বিস্ময়বোধক বাক্য যদি ‘what’ দিয়ে শুরু হয় তবে ‘what’ এর পর A বা An বসে।
যেমন:-
What a dengerous thing a little learning is ! - অল্প বিদ্যা কি ভয়ঙ্কর ব্যাপার !
E. Little, good, deal, few, lot of প্রভৃতির আগে এবং many-র পরে A বা An ব্যবহৃত হয়।
যেমন:-
A lot of books - বেশ কিছু বই।
A few books - অল্প কিছু বই।
A little learning - অল্পবিদ্যা।
A good deal of money - ভালো পরিমাণ টাকা।
Many an admirer - বেশকিছু গুনগ্রাহী।
• মনে রাখবার কথা:-
যখন ‘একটি’ মানে ‘যে কোন একটি’ না বুঝিয়ে সংখ্যা বোঝায় তখন A বা An-এর পরিবর্তে One ব্যবহার করতে হবে।
যেমন:-
One boy - একটি বালক।
One book - একটি বই।
One egg - একটি ডিম।
এখানে One বলতে যে কোন একটি না বুঝিয়ে সংখ্যায় একটি মাত্র বোঝানো হয়েছে।
2. Definite Article এর ব্যবহার:-
নির্দিষ্ট কোন কিছু বোঝালে The বসে।
• বিশেষ শ্রেণী বোঝালে The বসে।
যেমন:-
The cow - গরু জাতি।
The lion - সিংহ জাতি।
• বিখ্যাত নদী, পর্বত, সাগর, উপসাগর, জাহাজ, মরুভূমি, দ্বীপপুঞ্জ, সংবাদপত্র, এবং ধর্ম গ্রন্থের নামের পূর্বে The বসে।
যেমন:-
The Ganga,
The Himalayas
The Atlantic
The Bay of Bengal
The Titanic
The Sahara
The Quran
The Gita
The Bible
The Statement ইত্যাদি।
• পৃথিবীতে যা একটিমাত্র আছে তার আগে The বসে।
The Sun
The Moon
The Sky
• দেশের সংক্ষিপ্ত নামের পূর্বে The বসে।
The U.K.
The U.S.A
• প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনা ও জাতির পূর্বে এবং উল্লেখযোগ্য তারিখের পূর্বে The বসে।
The Battle of Palassey
The 23rd January
• সর্বশ্রেষ্ঠ বোঝালে The বসে।
The best girl
The-এর অন্যান্য ব্যবহার:-
• Superlative degree এবং শ্রেষ্ঠত্বসূচক শব্দের আগে The ব্যবহৃত হয়।
যেমন:-
The man of the match
• বিশেষ কোন শ্রেণীর উল্লেখ করতে গেলে Adjective- এর আগে The বসে।
যেমন:-
The poor.
The rich.
• কোন বিশেষ শ্রেণীর মধ্যে তুলনা করা হলে যে Proper Noun এর সঙ্গে তুলনা করা হয় তার আগে The ব্যবহার করা হয়।
যেমন:-
Ahmedabad is the Manchester of the East - আমেদাবাদ প্রাচ্যের ম্যানচেস্টার।
• কোন কিছুর বিশেষ অংশ বোঝাতে বিশেষণের আগে The ব্যবহৃত হয়।
যেমন:-
He likes the white of an egg - সে ডিমের সাদা অংশ পছন্দ করে।
• Comparative degree-র আগে Adverb রূপে The ব্যবহার করা হয়।
যেমন:-
The sooner, the better - যতশীঘ্র হয়, তত ভালো।
• কতকগুলি যোগাযোগের মাধ্যম ও সঙ্গীত বিষয়ক যন্ত্রপাতি নামের আগে The বসে।
যেমন:-
The radio
The telephone
The piano
The harmonium
• Read more Click here> Tense in English Grammar in Bengali। Tense কাকে বলে। কত প্রকার ও উদাহরণ সহ ব্যাখ্যা করো।
0 Comments