দশম শ্রেণির ইতিহাসের ধারণা অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ)। একটি বাক্যে উত্তর। Madhyamik History Short-questions- and answers (SAQ)
[SET-1]
1. নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে ?
Ans:- নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ ।
2. ভারতে কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন ?
Ans:- ভারতে 1982 খ্রিস্টাব্দে রণজিৎ গুহ প্রথম নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন এবং পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পান্ডে, গৌতম ভদ্র এইটা কে আরো প্রসারিত করেন ।
3.‘টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম’ গ্রন্থটির লেখক কে ?
Ans:- টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম’ গ্রন্থটির লেখক হলেন ক্রীড়া ইতিহাসবিদ বোরিয়া মজুমদার ।
4. ‘বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ গ্রন্থটি কার লেখা ?
Ans:- বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ গ্রন্থটি আশুতোষ ভট্টাচার্যের লেখা ।
5. প্রথম সবাক বাংলা চলচিত্রের নাম কী ?
Ans:- প্রথম সবাক বাংলা চলচিত্রের নাম ‘দেনাপাওনা’(1931 খ্রি.) ।
6. বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী ?
Ans:- ‘জামাই ষষ্ঠী’ (1931 খ্রি.) হল বাংলার প্রথম স্বল্পদৈর্ঘ্যের সবাক চলচ্চিত্র এবং ‘দেনাপাওনা’(1931 খ্রি.) হল প্রথম পূর্ণদৈর্ঘ্যের সবাক চলচ্চিত্র।
7.কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়?
Ans:- কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয় 1872 খ্রিস্টাব্দে ।
8. ভারতে রেলপথ সম্প্রসারিত হয় কার আমলে ?
Ans:- লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ সম্প্রসারিত হয় ।
9. সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় ?
Ans:- 1975 খ্রিস্টাব্দের 8 মার্চ সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
10. ‘এ. হিস্ট্রি অব কেমিস্ট্রি’ গ্রন্থটি কে লিখেছিলেন ?
Ans:- ‘এ. হিস্ট্রি অব কেমিস্ট্রি’ গ্রন্থটি লিখেছিলেন আর্চার্য প্রফুল্ল চন্দ্র রায়।
11. শচীন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কী ?
Ans:- শচীন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম ‘প্লেয়িং ইট মাই ওয়ে’।
12. ভারতীয় খেলার ইতিহাসে হাজার 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ ঘটনা কী ?
Ans:- ভারতীয় খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ ঘটনা হল - এই বছর ব্রিটিশ দলকে হারিয়ে ভারতের মোহনবাগান আই এফ এ শিল্ড জয় লাভ করে।
13. ‘ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং’ গ্রন্থটি কে রচনা করেন ?
Ans:- ‘ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং’ গ্রন্থটি রচনা করেন প্যাট চ্যাপম্যান।
14. প্রথম কে, কবে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন ?
Ans:- কলকাতার বাগবাজারের নবীনচন্দ্র দাস 1868 খ্রিস্টাব্দে প্রথম স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন।
15. মান্না দের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী ?
Ans:- মান্না দের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম ‘জীবনের জলসাঘরে’।
16. ‘শিল্প ইতিহাসবিদ’ বা ‘Art-Historian’ কাদের বলা হয় ?
Ans:- যেসব ইতিহাসবিদ শিল্পচর্চা করেন তাদের বলা হয় ‘শিল্প ইতিহাসবিদ’ বা ‘Art-Historian’
17. ‘ভারতের চিত্রকলা’ গ্রন্থটি কার লেখা ?
Ans:- ভারতের চিত্রকলা’ গ্রন্থটি অশোক মিত্রের লেখা।
18. বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণ কেন্দ্রের নাম উল্লেখ করো।
Ans:- বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণ কেন্দ্রের নাম হল আমেরিকার হলিউড এবং ভারতের মুম্বাই।
19. ভারতে কবে ক্যামেরা বা ফটো তোলার যন্ত্র আসে ?
Ans:- ভারতে 1850- এর দশকের প্রথম দিকে ক্যামেরা ফটো তোলার যন্ত্র আছে।
20. ভারতে প্রথম কবে, কোথায় রেলপথ চালু হয় ?
21. ‘কলিকাতা দর্পণ’ গ্রন্থটি কে রচনা করেন ?
Ans:- কলিকাতা দর্পণ’ গ্রন্থটি রচনা করেন রাধারমন মিত্র।
22. মেধা পাটেকর কে ?
Ans:- মেধা পাটেকর হলেন ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রী এবং বিশিষ্ট সমাজসেবী।
23. ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয় ?
Ans:- ভারতে 1878 খ্রিস্টাব্দে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়।
24. কার উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠিত হয় ?
Ans:- উইলিয়াম ল্যাম্বটনের উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠিত হয়।
25. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লেখা চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চা বিষয়ক গ্রন্থটির নাম কি ?
Ans:- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লেখা চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চা বিষয়ক গ্রন্থটির নাম হল ‘প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান’।
26. ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?
Ans:- ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ হল কলম রচিত ‘রাজতরঙ্গিনী’।
27. শহরের ইতিহাস চর্চার ধারা টি কবে, কার উদ্যোগে শুরু হয় ?
28. ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ছিলেন ?
Ans:- ভারতের প্রথম শব ব্যবচ্ছেদ কারী চিকিৎসক ছিলেন মধুসূদন গুপ্ত।
29. আধুনিক শিল্পের ইতিহাসচর্চার প্রধান কয়েকটি শাখা বা বিষয়ের নাম লেখ।
Ans:- আধুনিক শিল্পের ইতিহাস চর্চার প্রধান কয়েকটি শাখা বা বিষয় হল-
ক. সংগীত
খ. নৃত্য
গ. নাটক
ঘ. চলচ্চিত্র।
30. ‘জেন্ডার অ্যান্ড দ্য পলিটিক্স অফ হিস্ট্রি’ গ্রন্থটি কে রচনা করেন ?
Ans:- জেন্ডার অ্যান্ড দ্য পলিটিক্স অফ হিস্ট্রি’ গ্রন্থটি রচনা করেন জোয়ান স্কট।
31.অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিকের নাম লেখ।
Ans:- অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিকের ছিলেন মার্ক ব্লখ, লুসিয়েন ফেবর, ফার্নান্দ ব্রদেল, লাদুরি প্রমুখ।
32. গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম লেখ।
33. নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী ?
Ans:- নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু হল সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস।
34. ‘কুন্তলীন তেল’ খ্যাত বাঙালি ফটোগ্রাফারের নাম কি ?
Ans:- ‘কুন্তলীন তেল’ খ্যাত বাঙালি ফটোগ্রাফারের নাম এইচ বোস বা হেমেন্দনাথ বোস।
35. পাল ও সেন যুগে বাংলায় কি ধরনের খাদ্যাভ্যাস চালু ছিল ?
Ans:- পাল ও সেন যুগে বাংলায় ভাত ও নিরামিষ ভোজনের খাদ্যাভ্যাস চালু ছিল।
0 Comments