Three Questions Summary of the story for class 12 WBCHSE। Three Questions Summary with Bengali Meaning।
Three Questions
Leo Tolstoy
Summary of the story
A Tsar seeks to find suitable answers to three important questions. Three questions are -
1. What is the right time to do a particular work?
2. Who are the most important people to be with?
3. What is the most important thing to do? He announced reward for the answers to the questions. The Tsar received many answers from the scholars, but he was not satisfied. There was a hermit who was known for his wisdom. So he went to the hermit in disguise. At the time, the hermit was digging flower beds. The Tsar got no answer after asking the questions. But he offered to help the hermit in his work. The hermit accepted the offer. Some time later, a man came out of the nearby woods bleeding profusely from a terrible stomach wound. The Tsar took care of him and bandaged his wounds. The man survived and confessed before the Tsar that he had wanted to to assassinate the Tsar in revenge. The man now begged mercy and wished to be a faithful servant of the Tsar for the rest of his life. The Tsar generously forgave the man. Then he requested the hermit for the answers, and the hermit said that the Tsar had already been answered. He explained that - a. the most important time is the the present (now),
b. the most important person is whoever you are with,
c. the most important thing is to do good to the person you are with.
Now the Tsar was satisfied.
গল্পটির সারসংক্ষেপ বাংলায়:-
একজন জার তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। এই প্রশ্ন গুলি হল -
১. কোন নির্দিষ্ট কাজ করার সবথেকে উপযুক্ত সময় কোনটি?
২. সঙ্গে রাখার জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানুষ কারা?
৩. সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
সঠিক উত্তরের জন্য তিনি পুরস্কার ঘোষণা করেন। জার পন্ডিত দের কাছ থেকে অনেক উত্তর পেলেন কিন্তু সন্তুষ্ট হলেন না। একজন সাধু ছিলেন যিনি তাঁর জ্ঞানের জন্য প্রসিদ্ধ ছিলেন। তাই তিনি ছদ্মবেশে সেই সাধুর কাছে গেলেন। সেই সময়ে সাধু ফুল গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিলেন। জার তাঁর প্রশ্ন গুলি করার পর কোন উত্তর পেলেন না। কিন্তু তিনি সাধু কে তাঁর কাজে সাহায্য করার প্রস্তাব দিলেন। সাধুটি তাঁর প্রস্তাব গ্রহণ করলেন। কিছুক্ষণ পরে একটা লোক নিকটবর্তী বন থেকে বেরিয়ে এল, যার পেটের একটি ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। জার তার সেবাশুশ্রূষা করলেন এবং তাঁর ক্ষতস্থানে বেঁধে দিলেন। লোকটি বেঁচে গেল এবং জারের সামনে স্বীকার করল যে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সে জারকে হত্যা করতে চেয়েছিল।
সে এবার ক্ষমাভিক্ষা করল এবং বাকি জীবন জারের একজন বিশ্বস্ত ভৃত্য হয়ে থাকার ইচ্ছা প্রকাশ করল। জার উদারভাবে তাকে ক্ষমা করলেন। এরপর জার তাঁর উত্তর ইতিমধ্যেই পেয়ে গেছেন। তিনি ব্যাখ্যা করলেন যে -
ক. সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময় হল বর্তমান (এখন)।
খ. সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি হল যার সঙ্গে আপনি আছেন।
গ. সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হল আপনার সঙ্গে থাকা ব্যাক্তিটির উপকার করা।
এবার জার সন্তুষ্ট হলেন।
0 Comments