দ্বাদশ শ্রেণীর, সমাজবিজ্ঞানের, ভারতীয় সমাজ : কাঠামো ও প্রক্রিয়া অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন

 দ্বাদশ শ্রেণীর, সমাজবিজ্ঞানের, ভারতীয় সমাজ : কাঠামো ও প্রক্রিয়া অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন । Important MCQ questions of class 12 in Sociology Chapter-2



1. যজমানি প্রথায় একদিকে থাকেন যজমান, অন্যদিকে -

A. মালিক
B. শ্রমিক
C. কুলি
D. কামিন

Ans:- D. কামিন ।


2. শিল্পায়ন ও নগরায়ন ও সামাজিক কাঠামোর পরিবর্তন করে। এগুলি কিসের সূচক ?-

A. আধুনিকরণ
B. সংস্কৃতায়ন
C. ধর্মনিরপেক্ষীকরণ
D. বিশ্বায়ন

Ans:- A. আধুনিকরণ ।


3. দাতা-গ্রহীতা সম্পর্ক ছিল -

A. জাত কেন্দ্রিক
B. শ্রেণি কেন্দ্রিক
C. কর্মকেন্দ্রিক
D. এগুলির সবকটিই ঠিক

Ans:- D. এগুলির সবকটিই ঠিক ।


4. কোনটি পাশ্চাত্ত্যকরণের  সঙ্গে মিল খায় না ?

A. পরীক্ষামূলক পদ্ধতি
B. আধুনিক বিজ্ঞান
C. আধুনিক ইতিহাসের ধারণা
D. ধর্মীয় মতবাদ

Ans:- D. ধর্মীয় মতবাদ ।


5. Electronic Money ধারণাটি যুক্ত -

A. আইনের সাথে
B. আধুনিকরণের সাথে
C. বিশ্বায়নের সাথে
D. অপরাধের সাথে

Ans:- C. বিশ্বায়নের সাথে ।


6. উদারনীতি করন কত সালে ভারতবর্ষে গৃহীত হয় -

A. 1890
B. 1980
C. 1990
D. 1991

Ans:- D. 1991 ।


7. যজমানি ব্যবস্থায় দুটি প্রধান শ্রেণি হল -

A. উচ্চ ও নিম্ন শ্রেণী
B. যজমান ও কামিন
C. শাসকশ্রেণী ও প্রজা
D. মধ্য শ্রেণী

Ans:- B. যজমান ও কামিন ।


8. সংস্কৃতায়ন ধারণাটির সঙ্গে কোন ধারণাটির সম্পর্ক পাওয়া যায় -

A. গৌণ গোষ্ঠী
B. প্রাথমিক গোষ্ঠী
C. নজির গোষ্ঠী
D. এদের কোনোটিই নয়

Ans:- C. নজির গোষ্ঠী ।


9. প্রাক-ব্রিটিশ ভারতে প্রথম দিকে জমির মালিকানা ছিল -

A. যৌথ
B. প্রজার হাতে
C. রাজার হাতে
D. মন্ত্রীর হাতে

Ans:- C. রাজার হাতে ।


10. মহলওয়ারি ব্যবস্থা চালু হয়-

1. 1722
2. 1822
3. 1922
4. 1721

Ans:- 1822 ।


11. ভারতের প্রজাতন্ত্রের অন্তর্ভুক্তি হতে থাকে -

A. মৌর্য যুগের সময় থেকে
B. কুষাণ যুগের সময় থেকে
C. গুপ্ত যুগের সময় থেকে
D. পাল যুগের সময় থেকে

Ans:- C. গুপ্ত যুগের সময় থেকে।


12. যজমানি কথাটি একটি -

A. পারসিক শব্দ
B. গ্রিক শব্দ
C. ল্যাটিন শব্দ
D. বৈদিক শব্দ

Ans:- D. বৈদিক শব্দ ।


13. স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজে জমির মালিকানা ছিল -

A. আইন সিদ্ধ
B. ব্যক্তিগত
C. যৌথ
D. জমিদারের হাতে

Ans:- C. যৌথ ।


14. FDI হল -

A. রাষ্ট্রীয় করণের উদাহরণ
B. বিশ্বায়নের উদাহরণ
C. অর্থনৈতিক উদারীকরণের উদাহরণ
D. ধর্মনিরপেক্ষ করনের উদাহরণ

Ans:- C. অর্থনৈতিক উদারীকরণের উদাহরণ ।


15. কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয় -

A. সেন যুগ
B. গুপ্ত যুগ
C. মৌর্য যুগ
D. পাল যুগ

Ans:- B. গুপ্ত যুগ ।


16. ভারতকে ‘নৃতত্ত্বের সংগ্রহশালা’ রূপে অভিহিত করেছেন -

A. ভিনসেন্ট স্মিথ
B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C. ডিরোজিও
D. কাল মার্কস

Ans:- A. ভিনসেন্ট স্মিথ ।


17. লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের নীতি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল -

A. 1793 সালে
B. 1893 সালে
C. 1993 সালে
D. 1693 সালে

Ans:- A. 1793 সালে ।


18. যজমানি প্রথা ছিল একটি-

A. রাজনৈতিক
B. অর্থনৈতিক
C. সর্বভারতীয়
D. বিধিবদ্ধ

Ans:- C. সর্বভারতীয় ।


19. আর্যরা ভারতে বসতি স্থাপন করেছিল খ্রিস্টপূর্বাব্দ -

A. 1700 - 1600 খ্রিস্টপূর্বাব্দ
B. 1800 - 1300 খ্রিস্টপূর্বাব্দ
C. 1900 - 1500 খ্রিস্টপূর্বাব্দ
D. 1600 - 1100 খ্রিস্টপূর্বাব্দ সময়ের মধ্যে।

Ans:- C. 1900 - 1500 খ্রিস্টপূর্বাব্দ সময়ের মধ্যে ।


20. ‘দ্বি-জ’ বলতে মূলত বোঝায় -

A. বৈশ্য জাতিকে
B. ব্রাহ্মণ জাতিকে
C. ক্ষত্রিয় জাতিকে
D. শূদ্র জাতিকে

Ans:- B. ব্রাহ্মণ জাতিকে ।


21. আন্তরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলে -

A. আধুনিকরণ
B. বিশ্বায়ন
C. উদারীকরণ
D. পাশ্চাত্ত্যীকরণ

Ans:- B. বিশ্বায়ন ।


22. সংস্কৃতায়ন তথ্যটির প্রবর্তক হলেন -

A. এম. এন. শ্রীনিবাস
B. বিনয় কুমার সরকার
C. বি. এস. রায়
D. ডি. পি. মুখার্জি

Ans:- A. এম. এন. শ্রীনিবাস।


23. যজমানি ব্যবস্থার ইতিবাচক দিকটি হল -

A. কর্ম নিরাপত্তা
B. জাতিগত শুদ্ধতা
C. সামাজিক অসচলতা
D. উল্লম্বী সম্পর্ক

Ans:- A. কর্ম নিরাপত্তা ।


24. পশ্চিমীকরনের সমর্থক হল -

A. নগরায়ন
B. শিল্পায়ন
C. আধুনিককীকরণ
D. পাশ্চাত্যায়ন

Ans:- D. পাশ্চাত্যায়ন ।


25. কোনটি আধুনিকীকরণের বৈশিষ্ট্য নয় ?

A. নারী প্রগতি
B. ধর্মনিরপেক্ষতা
C. আরোপিত মর্যাদা
D. সামাজিক সচলতা

Ans:- C. আরোপিত মর্যাদা ।


26. রায়তওয়ারি ব্যবস্থার প্রবর্তক হলেন -

A. লর্ড কর্নওয়ালিস
B. স্যার থমাস ম্যুরো
C. লর্ড বেন্টিং
D. লর্ড ডালহৌসি

Ans:- B. স্যার থমাস ম্যুরো ।


27. জমিদার ও জায়গীরদারদের মধ্যে প্রধান পার্থক্য ক্ষেত্রটি হলো -

A. জমির পরিমাণ
B. করের হার
C. বংশানুক্রমিক মালিকানা
D. ভোগ দখল

Ans:- C. বংশানুক্রমিক মালিকানা ।


28. জমিদার শব্দটির উৎপত্তি হয়েছে কোন আমলে ?-

A. মৌর্য যুগের
B. মুঘল আমলে
C. ইংরেজ আমলে
D. গুপ্ত যুগে

Ans:- B. মুঘল আমলে ।


29. যারা কয়েকটি গ্রাম একত্রে শাসন করতো তাদের বলা হত-

A. গ্রাম প্রধান
B. গোপ
C. রাজা
D. জমিদার

Ans:- B. গোপ ।


30. আইনানুগভাবে ভারতে ভূমিকে ব্যক্তিগত মালিকানাভুক্ত করা হয়-

A. 1693 সালে
B. 1793 সালে
C. 1893 সালে
D. 1805 সালে

Ans:- B. 1793 সালে ।


31. মধ্যবিত্ত শ্রেণী হিসেবে সমকালীন বাংলায় যাদের বলা হত তালুকদার, উত্তরপ্রদেশে তাদের বলা হত-

A. ভূমিহার
B. দস্তিদার
C. জমিদার
D. মিরাজদার

Ans:- A. ভূমিহার ।


32. স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজকে দূষিত স্বীকার করেন নি-

A. এম. এন. শ্রীনিবাস
B. বিনয় কুমার সরকার
C. এস. সি. দুবে
D. ডি. পি. মুখার্জি

Ans:- C. এস. সি. দুবে ।


33. মুঘল আমলে কৃষি ব্যবস্থার সাথে যুক্ত নয় কোন্ সম্প্রদায় ?

A. মাঝারি কৃষক
B. জমিদার
C. ভূমিহার
D. মুজরিয়ান

Ans:- A. মাঝারি কৃষক ।


34. পাশ্চাত্ত্যীকরণের প্রভাব কোন জাতীয় জনসংখ্যা উপর কম পড়ে ?

A. শহরবাসী
B. গ্রামবাসী
C. আদিবাসী সম্প্রদায়
D. বন্দর এলাকার মানুষ

Ans:- C. আদিবাসী সম্প্রদায়।


35. ‘গ্রাম দান’ বিষয়টি কোন সময় কালে দেখা যায়-

A. ইংরেজ শাসনে
B. রাজতন্ত্রে
C. গণতান্ত্রিক ব্যবস্থায়
D. জমিদারি প্রথায়

Ans:- B. রাজতন্ত্রে ।


36. মুসলিম আইনানুসারে প্রতিষ্ঠিত রীতি ছিল যে-

A. রাজা-ই জমির মালিক
B. কৃষক-ই জমির মালিক
C. সরকার-ই জমির মালিক
D. জনসাধারণ-ই জমির মালিক

Ans:- B. কৃষক-ই জমির মালিক ।


37. ‘বাবুকাজ’-এর অন্তর্ভুক্ত নয়-

A. শিক্ষকতা
B. পত্রিকা সম্পাদনা
C. ডাক্তারি
D. কারখানার মেশিন অপারেটিং

Ans:- D. কারখানার মেশিন অপারেটিং 











দ্বাদশ শ্রেণীর, সমাজবিজ্ঞানের, ভারতীয় সমাজ : কাঠামো ও প্রক্রিয়া অধ্যায়ের গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন ।
























































Post a Comment

0 Comments