What is the Pronoun types of Pronoun with examples in English Grammar in Bengali

What is the Pronoun types of Pronoun with examples in English Grammar in Bengali । Pronoun কাকে বলে ? কত প্রকার ও কী কী ? উদাহরণ সহ ব্যাখ্যা করো।


PRONOUN

Noun এর পরিবর্তে যেসমস্ত শব্দ ব্যবহার করা হয় সেগুলিকে Pronoun বলে। একই Noun বারবার ব্যবহার না করে ভাষাকে শ্রুতিমধুর করার জন্য Noun এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তা-ই হল Pronoun।

Types of Pronoun :-

Pronoun হল নয় প্রকার।

1. Personal Pronoun:- 

I, we, you, He, She, etc

2. Possessive Pronoun:- 

Mine, Yours, Ours, His, etc.

3. Demonstrative Pronoun :- 

This, That, These, There, etc.

4. Reflexive & Emphatic Pronoun:- 

Myself, Yourself, Himself, etc.

5. Interrogative Pronoun :- 

Who?, Which?, What?, etc.

6. Relative Pronoun :- 

Who, Which, That, What, etc.

7. Indefinite Pronoun:- 

One, Some, Any, All, etc.

8. Distributive Pronoun:- 

Each, Neither, Either, etc.

9. Reciprocal Pronoun:-

 Each other, One other, etc.


1. Personal Pronoun :-

কোনো ব্যক্তির নামের পরিবর্তে বসে, Personal Pronoun।

যেমন:-

I have a rabbit. She is a very pretty.

• ওপরের বাক্যটিতে ‘She’ Pronoun টি ‘rabbit’-এর পরিবর্তে বসেছে। তাই এটি Personal Pronoun।

2. Possessive Pronoun:-

Possessive Pronoun ব্যবহার করা হয়- অধিকার বা possession বোঝাতে।

যেমন:-

A. The book is mine.
বইটি আমার

B. This pen is mine.
এই কলমটি আমার

• ওপরের (Sentence) বাক্যগুলিতে ‘mine’ বলতে নিজের অধিকারের কথা বলা হয়েছে, তাই এইগুলো Possessive Pronoun।

3. Demonstrative Pronoun :-

Demonstrative Pronoun, কোনো noun-কে নির্দিষ্টভাবে নির্দেশ করে।

যেমন:-

A. This is my book.
এটি আমার বই।

B. That is our school.
ঐ হল আমাদের বিদ্যালয়।

• ওপরের (Sentence) বাক্যগুলিতে this, that এই Pronoun গুলি book, school এই Noun গুলির পূর্বে বসে তাদের নির্দেশ করছে, তাই এগুলো সব Demonstrative Pronoun।

4. Reflexive & Emphatic Pronoun:-

Reflexive Pronoun:-

Sentence-এ Subject এবং Object একই বস্তু বা ব্যক্তি হলে (নিজেকে, নিজেদেরকে বোঝাতে) Reflexive Pronoun ব্যবহার হয়।

যেমন:-

A. We should help ourselves.
আমাদের নিজেদেরকেই সাহায্য করা উচিত।

B. They visited the place themselves.
তারা জায়গাটি নিজেরা ঘুরে এসেছে।

• ওপরের (Sentence) বাক্যগুলিতে নিজেদের সমন্ধেই বলা হয়েছে বলে, বাক্যগুলি Reflexive Pronoun.

Emphatic Pronoun:-

যে Pronoun কোনও Noun বা Pronoun এর পরে বসে তাকেই নির্দেশ করে এবং তার ওপর গুরুত্ব দেয় সেই Pronoun কে Emphatic Pronoun।

অর্থাৎ Noun বা Pronoun এর (নিজেই, নিজেরাই ব্যবহার করে) নিজের কাজের জোর দেওয়া বোঝাতে, Emphatic Pronoun ব্যবহার করা হয়।

যেমন:-

A. Tajim himself did the job - তাজিম কাজটি করল।

B. I have done it myself - আমি কাজটি নিজেই করেছি।

• ওপরের (Sentence) বাক্যগুলিতে কাজটির বক্তা(Subject) নিজেই নিজের দ্বারা  কাজটি সম্পন্ন করার কথা বলা হয়েছে, তাই এইগুলো Emphatic Pronoun ।

5. Interrogative Pronoun :-

যে সব Pronoun গুলি প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য ব্যবহার হয়, তাকে Interrogative Pronoun বলে।

যেমন:-

A. Who has taken my pen ?- আমার কলমটি কে নিয়েছে ?

B. What does he want ? - সে কি চায় ?

• ওপরের (Sentence) বাক্যগুলিতে ‘who’ ‘what’ এই Pronoun গুলি প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য ব্যবহার হয়েছে, তাই এইগুলো Interrogative Pronoun ।

6. Relative Pronoun :- 

যে Pronoun পূর্বে উল্লেখিত কোনও Noun বা Pronoun কে নির্দেশ করে এবং দুটি sentence কে যুক্ত করে, তাকে Relative Pronoun ।

যেমন:-

A. This is the pen that you gave me. - এই সেই বই যেটি তুমি আমাকে দিয়েছিলে।

B. I know the man who is a doctor. - আমি মানুষটাকে চিনি যিনি একজন ডাক্তার।

• ওপরের (Sentence) বাক্যগুলিতে that, who এই Pronoun গুলি এক সঙ্গীত দুটি কাজ সম্পন্ন করছে। এই Pronoun গুলি পূর্বে উল্লিখিত কোনও Noun বা Pronoun কে Demonstrative Pronoun এর মতো নির্দেশ করছে এবং Conjunction হিসাবে দুটি Sentence কে যুক্ত করছে। তাই এই Pronoun গুলিকে Relative Pronoun বলে।

7. Indefinite Pronoun:- 

যখন কোনও Pronoun নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝায়, তখন সেই Pronoun কে Indefinite Pronoun বলে।

যেমন:-

A. Anybody can do this easy work. - যে কেউ এই কাজটি করতে পারবে।

B. None of them attended the meeting. - তাদের মধ্যে কেউ এই সভায় যোগ দেয়নি।

• ওপরের (Sentence) বাক্যগুলিতে anybody, none, এই শব্দগুলি কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। তাই এগুলিকে বলা হয় Indefinite Pronoun ।

8. Distributive Pronoun :- 

যে Pronoun একই জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক পৃথক করে বোঝায় তাকে, Distributive Pronoun বলা হয়।

যেমন:-

A. Each of the students has a pen. - ছাত্রগুলির প্রত্যেকের একটি করে কলম আছে।

B. Neither of two girls is beautiful. - দুটি বালিকার কেউই সুন্দরী নয়।

যেমন:-

ওপরের (Sentence) বাক্যগুলিতে ‘each’ অনেকের মধ্যে প্রত্যেকটিকে, ‘neither’ দুইয়ের মধ্যে প্রত্যেকটিকে, পৃথক পৃথক বোঝাচ্ছে। তাই এই Pronoun গুলিকে Distributive Pronoun বলা হয়।

9. Reciprocal Pronoun:-

যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাকে Reciprocal Pronoun বলে।

যেমন:-

A. The two sisters love each other. - দুটি বোন একে অপরকে ভালবাসে।

B. The four boys quarrelled with one another. - বালক চারটি পরস্পরের সঙ্গে ঝগড়া করেছিল।

• ওপরের (Sentence) বাক্যগুলিতে ‘each other’ এবং ‘one another’ দ্বারা যথাক্রমে দুই এবং দুই-এর অধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝাচ্ছে। তাই এটি Reciprocal Pronoun।





Read more Click here>Parts of Speech in English Grammar in Bengali। Parts of Speech কাকে বলে, কত প্রকার ও কী কী ? উদাহরণ সহ ব্যাখ্যা করো।





Read more Click here>What is the Noun and Types of Noun with example in English Grammar in Bengali । Noun কাকে বলে ? কত প্রকার ও কী কী ? উদাহরণ সহ ব্যাখ্যা করো ।

































Post a Comment

0 Comments